Children's Day 2022: শাহরুখ খান, সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, সলমন খান, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া সহ বলিউডের একাধিক তারকার শৈশবের অদেখা ছবি।
1/12প্রতি বছর ১৪ নভেম্বর দিনটা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়।সারাদেশ জুড়ে ১৪ নভেম্বর পালিত হয় জাতীয় শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুকে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতেই দিনটি শিশু দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শিশু দিবসে বলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখা যাক। টিনসেল টাউন সেলিব্রিটিদের ছবিগুলি বেশ মিষ্টি-
2/12'বলিউডের বাদশাহ' এবং 'কিং খান' হিসেবে পরিচিত, শাহরুখ খান বিশ্বের অন্যতম সফল অভিনেতা। পুরনো অ্যালবাম ঘেটে রইল শাহরুখের অল্প বয়সের এই ছবি।
3/12চিত্রনাট্যকার এবং প্রযোজক সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সলমন খান। বলিউডে এখন তিনি ভাইজান। অভিনেতাকে ছোটবেলায় বেশ দুষ্টু ছিলেন।
4/12অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির জ্যেষ্ঠ পুত্র সইফ আলি খান। বলিউডে একাধিক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে।