বিপদের দিনে স্ত্রী কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের, একাধিক সাক্ষাৎকারে সেকথা ফাঁস করেছেন শাহরুখ, আয়ুষ্মান থেকে পঙ্কজরা।
1/5বলিউডে শুরুর লড়াইটা বেশ কঠিনই বটে। যারা শূন্য থেকে শুরু করেছেন, তাঁরাই জানেন এই জার্নিটা কেমন। বলিউডের একাধিক নামী দামী ব্যক্তিত্ব একসময় স্ট্রাগলার হিসেবে পরিচিত ছিলেন মায়ানগরীতে। বিপদের দিনে স্ত্রী কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের, একাধিক সাক্ষাৎকারে সেকথা ফাঁস করেছেন তারকারা।
2/5সম্প্রতি করণ জোহরের কাছে শাহরুখ ফাঁস করেছেন, করোনা কালে তাঁর পরিবারে একমাত্র উপার্জন করতেন গৌরী। জানা গিয়েছে, শাহরুখের কেরিয়ারের শুরুর দিনগুলিতে যখন হাতে টাকা-কড়ি কম ছিল তখন গৌরী বিভিন্ন জায়গায় কাজ করে সংসার টেনেছেন।
3/5পুরনো এক সাক্ষাৎকারে অভিনেতা তথা সঞ্চালক মণীশ পল জানিয়েছিলেন, টানা এক বছর বেকার ছিলেন তিনি। সেই সময় কাজ হাতে ছিল না। তাঁর স্ত্রী পাশে ছিলেন এবং সংসারের দায়িত্ব নিয়েছিলেন। স্ত্রীর উপার্জনে সংসার চলেছিল তাঁদের।
4/5বলিউডে শুরুর দিনগুলিতে প্রচুর স্ট্রাগল করেছেন আয়ুষ্মান খুরানা। সেই সময় খুব একটা কাজ ছিল না অভিনেতার হাতে। তাঁর স্ত্রী তাহিরা কলেজে শিক্ষিকা ছিলেন। স্ত্রীর উপার্জনে এক সময় সংসার চলেছিল বলে জানিয়েছিলেন।
5/5মুম্বইয়ে শুরুর দিনগুলিতে কাজের জন্য লোকের দরজার ঘুরতে হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। সেই সময় স্ত্রী মৃদুলা ত্রিপাঠির উপার্জনে সংসার চালিয়েছিলেন বলে জানিয়েছেন। তবে নিজের স্ত্রীর মতো সঙ্গিনী পেয়ে নিজেকে সব সময় গর্বিত বলে জানিয়েছেন পঙ্কজ।