ভারতের সর্বোচ্চ করদাতা তারকা হলেন আর কেউ নন, খোদ শাহরুখ খান। ২০২৪ আর্থিক বর্ষে কিং খান ৯২ কোটি টাকার কর দিয়েছেন। আর সেটার জন্যই তিনি এই বছরের সর্বোচ্চ করদাতা ভারতীয় তারকা হয়েছেন। সেরা ১০ এ আছেন আরও নামী দামী তারকারা। তাঁরা কারা?
আরও পড়ুন: প্রতিবাদ করার 'অপরাধে' শাসানি দিয়েই থামল না পুলিশ! নাগরিকদের পিটিয়ে রীতিমত ধরপাকড় চলল বারাসাতে
ভারতের সর্বোচ্চ সেরা ১০ করদাতা
শাহরুখ খানের গত বছর ৩ টি ছবিই বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। বিশ্বজুড়ে তিনটি ছবি প্রায় ২০০০ কোটি টাকা আয় করেছিল। এরপর ২০২৪ সালে শাহরুখ খান ৯২ কোটির কর দেন। এবং ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষে আছেন কর দেওয়ার ক্ষেত্রে।
এই তালিকায় শাহরুখ ছাড়াও বলিউডের একাধিক তারকা সহ দক্ষিণ ভারতের বিনোদন জগতের খ্যাতনামা তারকাদের নাম আছে। দ্বিতীয় স্থানে আছেন বিজয় থাকাপতি। তিনি এই বছর ৮০ কোটি টাকার কর দিয়েছেন। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনি দ্বিতীয় তারকা যিনি সবথেকে বেশি কর দিয়েছেন।
তৃতীয় স্থানে আছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন। চতুর্থ স্থানে আছেন অমিতাভ বচ্চন। তাঁর কর দেওয়ার অঙ্ক হল ৭১ কোটি টাকা। পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। তিনি ৬৬ কোটি টাকার কর দিয়েছেন।
এই বছর সেরা সর্বোচ্চ করদাতাদের তালিকায় বিরাট ছাড়াও আরও দুই ক্রিকেটার আছেন। তাঁরা হলেন ধোনি এবং তেন্ডুলকর। ধোনি ৩৮ কোটি এবং সচিন ২৮ কোটি টাকার কর দিয়েছেন। অন্যদিকে অজয় দেবগন ৪২ কোটি টাকার কর দিয়েছেন।
আরও পড়ুন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি, দিতিপ্রিয়া, শোলাঙ্কি: রাত দখলে ফের পথে নামল টলিউডের একাংশ
রণবীরের করের পরিমাণ ছিল ৩৬ কোটি। এহিং হৃতিকের করের পরিমাণ ২৮ কোটি টাকা। এছাড়াও কপিল শর্মা, করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, আল্লু অর্জুন, পঙ্কজ ত্রিপাঠি, প্রমুখের মতো তারকারাও মোটা অঙ্কের কর দিয়েছেন ২০২৪ সালের অর্থবর্ষে।