৫০-এর দোরগোড়ায় বচ্চন কন্যা শ্বেতা। বৃহস্পতিবার ছিল শ্বেতা বচ্চন নন্দার ৪৯তম জন্মদিন। নিজের কাছের মানুষদের নিয়ে এই দিনটা সেলিব্রেট করলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের একমাত্র কন্যা। জুহুতে নিজের বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন শ্বেতা। সেখানে হাজির ছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা, গভীর রাতে পার্টি পৌঁছান শাহরুখ খান। এছাড়াও ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রণবীর সিং, নবদম্পতি সিদ্ধার্থ-কিয়ারা পৌঁছেছিলেন শ্বেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এছাড়াও দেখা মিলল করণ জোহর, মণীশ মালহোত্রা,সুজান খান-আরসালান গোনিদের।
এদিনের পার্টিতে শামিল হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও। গত কয়েক মাস ধরেই শ্বেতা কন্যা নভ্যা নাভেলি নন্দার সঙ্গে ‘গেয়রাইয়া’র নায়ক সিদ্ধান্তের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। অন্যদিকে শাহরুখ কন্যা সুহানার সঙ্গে নাকি প্রেম করছেন শ্বেতার ছেলে অগস্ত্য, তেমনটাও রটনা। চর্চিত ‘হবু বেয়ান’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মিডিয়ার নজর এড়িয়ে গভীর রাতে প্রবেশ করেন শাহরুখ। অভিনেতার গাড়ির কাঁচ ছিল সম্পূর্ণ ঢাকা। পাপারাৎজিরা তাঁকে লেন্সবন্দি করতে ব্যর্থ হন।
এদিন বার্থ ডে গার্লের দেখা মিলল কালো রঙা টিউব বডিকন ড্রেসে। পার্টিতে উপস্থিত অতিথিদের দেখভালে ব্যস্ত থাকতে দেখা গেল শ্বেতাকে। শ্বেতার জন্মদিন ঘিরে এদিন বচ্চনের বাংলা ‘জলসা’ ছিল কড়া নিরাপত্তা। পার্টিতে নজর কাড়লেন ভিকি-ক্যাটরিনা। উজ্জ্বল গোলাপি পোশাকে ধরা দিলেন ক্য়াট, কালো রঙা শার্ট আর সাদা ডেনিমে পাওয়া গেল তাঁর হ্যান্ডসাম পতিদেবকে।
গাড়িতে উঠবার আগে পাপারাৎজিদের উদ্দেশে হাত নাড়েন ভিকি। অন্য়দিকে ছবি শিকারিদের ডাকে সাড়া দিয়ে রীতিমতো পোজ দিলেন নবদম্পতি সিদ্ধার্থ-কিয়ারা। প্রিন্টেট বডিকোন ড্রেসে পাওয়া গেল মিসেস মালহোত্রাকে, আর মিস্টার মালহোত্রা বেছে নিয়েছিলেন একদম ক্য়াজুয়াল লুক। খান-সাহেবের দর্শন না মিললেও জলসায় গভীর রাতে প্রবেশ করে শাহরুখের বিলাসবহুল গাড়ি।
এদিনের গেস্ট লিস্ট ছিল বিশাল লম্বা। শানায়া কাপুর থেকে মাহিপ কাপুর, সিকন্দার খের, ফারদিন খান, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি সহ বলিউডে একঝাঁক তারকা পৌঁছেছিলেন বচ্চন কন্যাকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
বচ্চন খানদানের অংশ হয়েও শোবিজ দুনিয়া থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন শ্বেতা নন্দা বচ্চন। বাবা-মা'র পদচিহ্ন অনুসরণ করে বলিউডে নিজের কেরিয়ার গড়েননি শ্বেতা। দিল্লির নামী ব্যবসায়িক পরিবারের বহুরানি শ্বেতা। ১৯৯৭ সালে নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা। রণবীর-করিনাদের পিসতুতো দাদা নিখিল। সেইসূত্রে কাপুর পরিবারের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে তাঁর। যদিও সইফিনা, রণবীর-আলিয়ারা বিদেশে থাকায় শ্বেতার বার্থ ডে পার্টিতে দেখা মেলেনি তাঁদের। শোবিজ থেকে দূরে থাকলেও শ্বেতা একজন সফল লেখিকা এবং উদ্যোক্তা। বাবা-র পথে হেঁটে পারিবারিক ব্যবসার দায়িত্বে কাঁধে তুলে নিয়েছে শ্বেতা কন্যা নভ্যা। অন্য়দিকে মামার বাড়ির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী শ্বেতার ছেলে অগস্ত্য। খুব শীঘ্রই জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে অভিনয়ে দুনিয়ায় পা রাখবে সে।