শাহরুখ খান মানেই ৯০ এর দশকের অন্যতম চার্মিং বা রোম্যান্টিক নায়ক। আবার তিনিই ২০২৩-২৪ এ এসে পুরোদস্তুর অ্যাকশন হিরো। কিং খান বারবার তাঁর অভিনয়, তাঁর কাজ, ব্যবহার দিয়ে দর্শক থেকে তাঁর অনুরাগীদের মন কেড়েছেন। তবে এবার তাঁর কয়লা ছবির সহ-অভিনেতা তথা বন্ধু প্রদীপ রাওয়াত তাঁর বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন। জানালেন শাহরুখ খান রীতিমত চেন স্মোকার ছিলেন।
শাহরুখকে নিয়ে কী বললেন প্রদীপ?
প্রদীপ রাওয়াত জানিয়েছেন তিনি অবাক হয়ে যেতেন যখন সেটে এই তারকাকে একটার পর একটা সিগারেট খেতে দেখতেন। সিদ্ধান্ত কান্ননকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রদীপ রাকেশ রোশনের কয়লা ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় শাহরুখ এবং মাধুরী দীক্ষিতকে দেখা গিয়েছিল। আর এই ছবির সেটেই নাকি প্রদীপ শাহরুখকে লাগাতার ধূমপান করতে দেখেছেন।
আরও পড়ুন: 'জীবনের সেরা সময়...' ১২ ফেলের সাফল্যে ডগমগ বিক্রান্ত মাসে, ছেলে বরদানকে নিয়ে বললেন কী?
এদিন তিনি বলেন, 'এই ছবির শ্যুটিংয়ের সময় শাহরুখের সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু উনি ভীষণই সভ্য এবং ভদ্র। খুব ভালো মানুষ। কিন্তু আমার খুব ভালো করে মনে আছে, আমি আর কোনও অভিনেতাকে ওঁর মতো ধূমপান করতে দেখিনি। তিনি একটা সিগারেট ধরাতেন, সেটা শেষ হয়ে এলে ওই সিগারেট দিয়ে আরেকটি সিগারেট ধরাতেন। উনি একজন চেন স্মোকার ছিলেন। কিন্তু তা সত্বেও ছবির জন্য ওঁর যা ডেডিকেশন দেখেছি সেটা অস্বীকার কোনও জায়গাই নেই।'
এদিন একই সঙ্গে প্রদীপ জানান হৃতিক রোশন এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। তিনি রোজ সন্ধ্যায় আসতেন সেটে। তিনি নিজে এসে রোজ জনি লিভারকে স্ক্রিপ্ট দিতেন।
প্রদীপ রাওয়াত এদিন এই তারকাদের কথা বলার পাশাপাশি রাকেশ রোশনেরও প্রশংসা করেন। জানান তিনি সেটে বিস্তর খাবার দাবারের ব্যবস্থা রাখতেন।
শাহরুখের আগামী কাজ
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যাবে। সেখানে তিনি ডনের চরিত্রে ধরা দেবেন। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খান।