শাহরুখ খান-কে বলিউডের আলটিমেট রোম্যান্স কিং হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, সিনেমায় কো-স্টার হিসেবে যেই নায়িকাই থাকুক না কেন, তাঁর সাথেই মাখোমাখো প্রেম দেখে পাগল হয় দর্শক। ঠিক এরকমটাই হল আবার! কিছুদিন আগে শাহরুখের ‘ডন ২’ সিনেমা ১০ বছর পূরণ করল। আর সেই উপলক্ষে অনলাইন একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ফিসফিস করে লারার কানে কিছু বলছে শাহরুখ। আর তাতেই লজ্জায় লাল লারা।
ভিডিয়ো এতটাই ভাইরাল হয়েছে যে তা শেয়ার করে নিয়েছেন লারা দত্ত নিজেই। টুইটারে লিখেছেন, ‘ড্যাম!!! শাহরুখ আমিও জানতে চাই তুমি এখানে আমাকে ঠিক কী বলেছিলে… কীভাবে মেয়েরা তোমার এই চার্ম উপেক্ষা করবে বলো!!!’
ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’ ২০০৬ সালের সিনেমা ‘ডন’র সিক্যুয়েল, যা আসলে ১৯৭৮ সালের অমিতাভের ‘ডন’র রিমেক। ‘ডন ২’-তে শাহরুখ-লারা ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বোমন ইরানি, কুণাল কাপুর, ওম পুরি-রা।
সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো-তে ফারহান জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে ‘ডন ৩’ বানানোর পরামর্শ দেন। যদিও আদৌ তা বানাবেন কি না, তা জানাননি এই অভিনেতা-পরিচালক। ‘জি লে জারা’ দিয়ে পরিচালনার জগতে ফিরছেন ফারহান সম্প্রতিই। রোড ট্রিপের এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ আর আলিয়া ভাটকে। ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি।