মুম্বই বেড়াতে গিয়েছে অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যায়নি এমন মানুষ খুব কমই আছে। বাণিজ্যনগরীর অন্যতম দর্শনীয় স্থান এটি। কিন্তু জানেন কি এবার কিং খান তাঁর এই সাধের বাংলো মন্নতের জন্য টাকা পেতে চলেছেন তাও মহারাষ্ট্র সরকার থেকে।
আরও পড়ুন: মহম্মদ সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি? জনাইয়ের জন্মদিনের ছবি ঘিরে শুরু জল্পনা
কী ঘটেছে?
জানা গিয়েছে মহারাষ্ট্র সরকার বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানকে ৯ কোটি টাকা ফেরত দিতে চলেছে। তাও তাঁর বাড়ি মন্নতের জন্য। কিং খানকে মহারাষ্ট্র সরকারের তরফে ৯ কোটি টাকা ফেরত দেওয়া হবে যা তিনি তাঁর বাড়ির লিজ কনভার্ট করার জন্য দিয়েছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো, মন্নত বাংলোটি সমুদ্রমুখী একটি বাংলো যা বান্দ্রা অঞ্চলে অবস্থিত।
রেসিডেন্ট সাবআরবান কালেক্টর সতীশ বগল শনিবার জানিয়েছেন ২০১৯ সালে শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান বান্দ্রায় অবস্থিত তাঁদের হেরিটেজ প্রপার্টির লিজকে ক্লাস ১ কমপ্লিট ওনারশিপে বদলে নিয়েছেন। সেটার জন্য সরকার দিয়েছেন ন্যায্য মূল্যও।
এরপর অঙ্কে গলদ ধরা পড়লে যেটার উপর ভিত্তি করে উক্ত প্রিমিয়াম ক্যালকুলেট করা হয়েছিল খান পরিবারের তরফে একটি দরখাস্ত করা হয় রেভিনিউ অথরিটির কাছে রিফান্ডের জন্য। চলতি সপ্তাহের গোড়ার দিকে সেই দরখাস্ত সম্মতি জানিয়েছে উক্ত বিভাগ।
জানা গিয়েছে শাহরুখ খান প্রায় ২৫ কোটি টাকা পর্যন্ত প্রিমিয়াম দিয়েছেন মন্নতকে হেরিটেজ প্রপার্টির লিজ থেকে ক্লাস ১ কমপ্লিট ওনারশিপে বদলানোর জন্য। কিন্তু সরকারি কর্মীদের তরফে এখনও এই অঙ্কটা নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: অক্ষয়ের দাপটে একঘরে কঙ্গনার ছবি! দুদিনেই ৩০ কোটি টপকে গেল স্কাইফোর্স, কী হাল ইমারজেন্সির?
শাহরুখের কাজ
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু। আগামীতে তাঁকে কিং-য়ে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান ছাড়াও যিশু সেনগুপ্ত, অভিষেক বচ্চন, প্রমুখ থাকবেন বলেই কানাঘুষোয় শোনা যাচ্ছে।