বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Suhana: একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সুহানা, মেয়ে-বাবা নয়, বরং সম্পর্কটা বেশ খটমট!

Shah Rukh-Suhana: একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সুহানা, মেয়ে-বাবা নয়, বরং সম্পর্কটা বেশ খটমট!

সুহানার বড় পর্দার প্রথম ছবিতে অভিনয় করবেন শাহরুখও। 

প্রথমে শোনা গিয়েছিল, সুহানার বড় পর্দার প্রথম ছবিতে নাকি কেমিও করবেন কিং খান। তবে এবার শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রেই থাকবেন তিনি।

জোয়া আখতারের নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন সুহানা খান। তবে ওটিটি দিয়ে অভিনয়ের সূত্রপাত হলেও সুহানা বলিউডে আসবেন বাবার হাত ধরেই। এর আগেই খবর মিলেছিল, বাঙালি পরিচালক সুজয় ঘোষের পরিচালনাতেই প্রথম বড় পর্দায় কাজ করবেন সুহানা। আর তাতে থাকবেন শাহরুখ খান নিজেও। এবার সামনে এল ছবির ব্যাপারে আরও কিছু তথ্য। 

প্রথমে শোনা গিয়েছিল, সুহানার বড় পর্দার প্রথম ছবিতে নাকি কেমিও করবেন কিং খান। তবে এবার শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রেই থাকবেন তিনি। সুজয়ের ছবিটি একটি স্পাই থ্রিলার হতে চলেছে। আর গুপ্তচরের চরিত্রে থাকছেন সুহানা। প্রতিটা গুপ্তচরের একজন হ্যান্ডলার থাকে। আর সুহানার চরিত্রের হ্যান্ডলার হবেন কিং খান। ইতিমধ্যেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। খবর ডঙ্কি-র পরই এই সিনেমার কাজে হাত দেবেন পাপা শাহরুখ। 

সুজয় এর আগে শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে বদলা বানিয়েছে ২০১৯ সালে। যেখানে ছিলেন তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’-এর সহ-প্রযোজনাও করেছিলেন সুজয় ঘোষ, রেড চিলিজের সঙ্গে হাত মিলিয়ে। আর তাতেই শাহরুখের ভরসা জন্মেছে এই বাঙালি পরিচালকের উপর। মেয়ের প্রথম ছবির দায়িত্ব তাই দিতে চান সুজয়কেই। এই সিনেমার প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ ও পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স। 

কাজের সূত্রে, সুহানার প্রথম সিনেমা দ্য আর্চিস মুক্তি পাবে নেটফ্লিক্সে ৭ ডিসেম্বর। এই সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। শাহরুখ খানের পরের ছবি আসছে চলতি মাসেই। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। 

অন্য দিকে, সুজয়ের বলিউড হাতেখড়ি বিদ্যা বালনের থ্রিলার ‘কাহানি’ দিয়ে। যা ছিল সুপার হিট। এরপর তিনি ২০১৬ সালে আনেন ‘কাহানি ২: দুর্গা রানী সিং’, যা সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। ‘বদলা’ও মিশ্র প্রতিক্রিয়া পায় বক্স অফিসে। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্না ভাটিয়া ও বিজয় ভর্মা-র গল্পটির পরিচালনাও করেছেন তিনিই। আপাতত অপেক্ষা করিনা কাপুরকে নিয়ে আসন্ন সিনেমার। ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর হিন্দি রূপান্তর ‘জানে জা’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। যা করিনার প্রথম কাজ ওয়েবে। এরপরেই হয়তো সুহানাকে নিয়ে সিনেমা বানানোর কাজ শুরু করে দেবেন সুজয়। 

বন্ধ করুন