১২ ডিসেম্বর ছিল রজনীকান্তের জন্মদিন। এই বছর ৭৪ বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর জন্মদিনের শেষবেলায় শুভেচ্ছা বার্তা দিল কিং খানের থেকে। শাহরুখ রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: থাই-স্লিট প্যান্টে আগুন ঝরানো নাচ শামির প্রাক্তন স্ত্রীর! শীতের রাতেও উষ্ণতা ছড়ালেন হাসিন
রজনীকান্তের জন্মদিনে কী পোস্ট করলেন শাহরুখ খান?
ভারতীয় ছবির অন্যতম লিভিং লেজেন্ড যে রজনীকান্ত সেটা বলার অপেক্ষা রাখে না। তাঁর জন্মদিনের রাতে, প্রায় সাড়ে এগারোটা নাগাদ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন শাহরুখ খান। দক্ষিণী তারকার এই বিশেষ দিনে অতীতে ফিরলেন কিং খান। একটি পুরোনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'সবথেকে কুল মানুষটিকে। সব বসেদের বসকে। সেই পুরুষকে, সেই লেজেন্ডকে, এবং অবশ্যই সমস্ত তারকাদের মধ্যে সবথেকে উজ্জ্বলতম হওয়া সত্বেও একটা দুর্দান্ত সাধারণ মানুষকে। স্যার, ধন্যবাদ আমাদের অনুপ্রেরণা জোগানোর জন্য।'
এদিন শাহরুখ খান তাঁর এই পোস্টে আরও লেখেন, 'সুস্থ থাকুন। আর আপনি নিজেও জানেন সবাই আপনাকে কতটা ভালোবাসে এবং শ্রদ্ধা করে। খুব ভালো ভাবে কাটান জন্মদিন। শুভ জন্মদিন রজনীকান্ত স্যার।'
এদিন কিং খান তাঁর এবং রজনীকান্তের যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে লাল শার্টের সঙ্গে কালো স্যুট এবং প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে পাশে রজনীকান্ত সাদা পোশাক পরে বসে আছেন। দুজনেই হাসছেন। কোনও ইভেন্টে যে ছবিটি তোলা হয়েছিল সেটা দেখেই বেশ বোঝা যাচ্ছে।
শাহরুখ খানের এই পোস্টে অনেকেই রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ভারতীয় ছবির দুই তারকা এক ফ্রেমে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই জন্যই আপনি কিং খান। সবাইকে এত সম্মান দেন বলেই নিজেও সেই সম্মান ফেরত পান। ভালো থাকুন দুজনেই।'
রজনীকান্ত এবং শাহরুখ খানের কাজ
রজনীকান্ত অভিনীত কুলি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। ছবিটির পরিচালনা করেছেন লোকেশ কনোগরাজ। অন্যদিকে শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে দেখা যাবে সুজয় ঘোষের অ্যাকশন ছবি কিংয়ে। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, যিশু সেনগুপ্ত, প্রমুখ।