গত রবিবার ২৬ মে টানা ১০ বছরের অপেক্ষার পর অবশেষে নাইটদের শিবিরে আইপিএল ট্রফি এল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এবারের টুর্নামেন্টের বিজয়ী হয় শাহরুখের দল। তারপর রাতভর পার্টি করেছে কেকেআর টিম। সেই ঘটনার পর ইতিমধ্যেই মাঝে তিনটি দিন কেটে গিয়েছে। এবার দলকে নিয়ে বিশেষ পোস্ট লিখলেন গর্বিত শাহরুখ খান।
আরও পড়ুন: শাহরুখকে ছাপিয়ে এক নম্বরে দীপিকা! কীসের নিরিখে 'কিং'কে টপকে গেলেন রণবীর ঘরণী?
কেকেআর টিমকে নিয়ে কী লিখলেন শাহরুখ খান?
কিং খান এদিন কেকেআর টিমের একটি ছবি পোস্ট করেন। ট্রফি জেতার পর টিমের সঙ্গে শাহরুখ, অনন্যা, সুহানা, গৌরী, আব্রাম, আরিয়ানরা সকলে মিলে যে ছবিটি তুলেছিলেন সেটাই পোস্ট করেন। সঙ্গে লেখেন একটি দরদী পোস্ট।
শাহরুখ এদিন তাঁর এই পোস্টে দলের তারিফ করে লেখেন, 'আমার ছেলেদের, আমার টিম, আমার চ্যাম্পদের জন্য। এরাই হল রাতের অন্ধকারে আশার আলো। আমার তারা কেকেআর।' তিনি এদিন আরও লেখেন, 'আমি তোমাদের জন্য হয়তো অনেক কিছুই করতে পারি না। তোমরাও সবাই হয়তো সব করতে পারো না। কিন্তু আমরা একসঙ্গে মিলে অনেকটাই করে ফেলি। এটাই হল কেকেআর। আমরা একসঙ্গে থাকি। গৌতম গম্ভীরের গাইডেন্স এবং যোগ্যতা, চান্দুর আন্তরিকতা, অভিষেক নায়ারের ভালোবাসা, শ্রেয়স আইয়ারের যোগ্য নেতৃত্ব সহ সকলের ডেডিকেশন থাকা সত্বেও এই দলে কেউ কারও অধীনে নয়। এই দোল তৈরি হয়েছে সম্মান এবং সহযোগিতায়। গৌতম যেমন বলে দল হিসেবে একটা ভাবনাকে সমর্থন না করতে পারার অর্থ দল ভেঙে যাওয়ার শুরু। ছোট থেকে বড় দলের সবাই সেটা বুঝেছিল।'
শাহরুখ তাঁর পোস্টে এদিন কেকেআরের প্রশংসায় আরও লেখেন, ' সেরা প্লেয়ারদের নিয়ে এই দল তৈরি হয়েছে যে সেটা এই ট্রফি বোঝায় না। বরং এই দলের সকলেই সেরা সেটা বোঝায়। তোমরা সবাই তারকা হওয়ার যোগ্য। তোমাদের সবাইকে ভালোবাসি। আর নাচ থামিও না। তোমাদের সঙ্গে কেকেআরের সমস্ত ফ্যানেদের কাছে আমি কৃতজ্ঞ। করব লড়ব জিতব সবসময়। আবার ২০২৫ সালে স্টেডিয়ামে দেখা হবে।'
আরও পড়ুন: 'সাদামাটা ভাবে বিয়ে করব...' বিয়ের আর কোন পরিকল্পনা ফাঁস করলেন সোহিনী?
আইপিএলের এবারের ফাইনাল প্রসঙ্গে
প্রসঙ্গত, ২০২৪ এর আইপিএলের ফাইনালে এবার মুখোমুখি হয়েছিল কেকেআর এবং এসআরএইচ। টস জিতে প্রথমে ব্যাট করে ১১৩ রান করে হায়দরাবাদ। উত্তরে মাত্র ১০ ওভার তিন বলেই ম্যাচ জিতে নেয় কেকেআর। এদিন মাঠে গোটা পরিবার নিয়ে হাজির ছিলেন শাহরুখ খান। তাঁকে তাঁর তিন ছেলে মেয়েকে জড়িয়ে আদর করতে দেখতে যায়। বাদ দেন না স্ত্রীকে জড়িয়ে চুমু খেতে।