বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on KKR: ১০ বছর পর ট্রফি জয় কেকেআরের, গর্বিত শাহরুখ লিখলেন, 'তোমাদের সবাইকে ভালোবাসি'

Shah Rukh Khan on KKR: ১০ বছর পর ট্রফি জয় কেকেআরের, গর্বিত শাহরুখ লিখলেন, 'তোমাদের সবাইকে ভালোবাসি'

১০ বছর পর ট্রফি জয় কেকেআরের, গর্বিত শাহরুখ লিখলেন কী?

Shah Rukh Khan on KKR: পাক্কা ১০ বছর পর আইপিএল ট্রফি জিতল কেকেআর। তার কয়েকদিন পর দলকে নিয়ে গর্বিত শাহরুখ কী লিখলেন?

গত রবিবার ২৬ মে টানা ১০ বছরের অপেক্ষার পর অবশেষে নাইটদের শিবিরে আইপিএল ট্রফি এল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এবারের টুর্নামেন্টের বিজয়ী হয় শাহরুখের দল। তারপর রাতভর পার্টি করেছে কেকেআর টিম। সেই ঘটনার পর ইতিমধ্যেই মাঝে তিনটি দিন কেটে গিয়েছে। এবার দলকে নিয়ে বিশেষ পোস্ট লিখলেন গর্বিত শাহরুখ খান।

আরও পড়ুন: শাহরুখকে ছাপিয়ে এক নম্বরে দীপিকা! কীসের নিরিখে 'কিং'কে টপকে গেলেন রণবীর ঘরণী?

কেকেআর টিমকে নিয়ে কী লিখলেন শাহরুখ খান?

কিং খান এদিন কেকেআর টিমের একটি ছবি পোস্ট করেন। ট্রফি জেতার পর টিমের সঙ্গে শাহরুখ, অনন্যা, সুহানা, গৌরী, আব্রাম, আরিয়ানরা সকলে মিলে যে ছবিটি তুলেছিলেন সেটাই পোস্ট করেন। সঙ্গে লেখেন একটি দরদী পোস্ট।

শাহরুখ এদিন তাঁর এই পোস্টে দলের তারিফ করে লেখেন, 'আমার ছেলেদের, আমার টিম, আমার চ্যাম্পদের জন্য। এরাই হল রাতের অন্ধকারে আশার আলো। আমার তারা কেকেআর।' তিনি এদিন আরও লেখেন, 'আমি তোমাদের জন্য হয়তো অনেক কিছুই করতে পারি না। তোমরাও সবাই হয়তো সব করতে পারো না। কিন্তু আমরা একসঙ্গে মিলে অনেকটাই করে ফেলি। এটাই হল কেকেআর। আমরা একসঙ্গে থাকি। গৌতম গম্ভীরের গাইডেন্স এবং যোগ্যতা, চান্দুর আন্তরিকতা, অভিষেক নায়ারের ভালোবাসা, শ্রেয়স আইয়ারের যোগ্য নেতৃত্ব সহ সকলের ডেডিকেশন থাকা সত্বেও এই দলে কেউ কারও অধীনে নয়। এই দোল তৈরি হয়েছে সম্মান এবং সহযোগিতায়। গৌতম যেমন বলে দল হিসেবে একটা ভাবনাকে সমর্থন না করতে পারার অর্থ দল ভেঙে যাওয়ার শুরু। ছোট থেকে বড় দলের সবাই সেটা বুঝেছিল।'

শাহরুখ তাঁর পোস্টে এদিন কেকেআরের প্রশংসায় আরও লেখেন, ' সেরা প্লেয়ারদের নিয়ে এই দল তৈরি হয়েছে যে সেটা এই ট্রফি বোঝায় না। বরং এই দলের সকলেই সেরা সেটা বোঝায়। তোমরা সবাই তারকা হওয়ার যোগ্য। তোমাদের সবাইকে ভালোবাসি। আর নাচ থামিও না। তোমাদের সঙ্গে কেকেআরের সমস্ত ফ্যানেদের কাছে আমি কৃতজ্ঞ। করব লড়ব জিতব সবসময়। আবার ২০২৫ সালে স্টেডিয়ামে দেখা হবে।'

আরও পড়ুন: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক! কষ্টকর', প্যালেস্তাইনের সমর্থনে পোস্ট করেও ডিলিট! নেটনাগরিকদের রোষের মুখে মাধুরী

আরও পড়ুন: 'সাদামাটা ভাবে বিয়ে করব...' বিয়ের আর কোন পরিকল্পনা ফাঁস করলেন সোহিনী?

আইপিএলের এবারের ফাইনাল প্রসঙ্গে

প্রসঙ্গত, ২০২৪ এর আইপিএলের ফাইনালে এবার মুখোমুখি হয়েছিল কেকেআর এবং এসআরএইচ। টস জিতে প্রথমে ব্যাট করে ১১৩ রান করে হায়দরাবাদ। উত্তরে মাত্র ১০ ওভার তিন বলেই ম্যাচ জিতে নেয় কেকেআর। এদিন মাঠে গোটা পরিবার নিয়ে হাজির ছিলেন শাহরুখ খান। তাঁকে তাঁর তিন ছেলে মেয়েকে জড়িয়ে আদর করতে দেখতে যায়। বাদ দেন না স্ত্রীকে জড়িয়ে চুমু খেতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.