বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Gauri: টাকার অভাবে আসবাব বানাতে পারছিলেন না শাহরুখ! ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন গৌরী

Shah Rukh-Gauri: টাকার অভাবে আসবাব বানাতে পারছিলেন না শাহরুখ! ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন গৌরী

শাহরুখ খান এবং গৌরী খান ১৯৯৭ সালে আরিয়ান খানের আগমনের আগে মুম্বাইয়ে তাদের প্রথম বাড়ি কিনেছিলেন।

গৌরীর কফি টেবিল বুক মাই লাইফ ইন ডিজাইন-এর মুখবন্ধ লিখলেন শাহরুখ খান। দেখে নিন কী লিখলেন সেই বইতে বউ গৌরী সম্পর্কে-

শাহরুখ খান সম্প্রতি কথা বলেছেন কীভাবে গৌরী খান কীভাবে পরিবারের জন্যই প্রথমে ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজ শুরু করেছিলেন আর্থিক সংকটে পড়ে। সেই সময়ের কথা বলেন যখন দম্পতি তাঁদের প্রথম বাড়ি কেনেন মুম্বইতে আরিয়ানের জন্মের আগে, যা তাঁদের বাংলো মন্নত কেনার আগে। এবং বাড়িটা তাঁদের বাজেটের বাইরে ছিল। তাই ঘর সাজানোর জিনিস আলাদা করে কেনার মতো অবস্থাও ছিল না। সেই সময় গৌরী নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ডিজাইনিংয়ের দায়িত্ব। 

গৌরী খান সম্প্রতি তাঁর কফি টেবিল বুক ‘মাই লাইফ ইন ডিজাইন’ লঞ্চ করেছেন। শাহরুখ বইয়ের মুখবন্ধ বিভাগে লিখেছেন। যা টুইটারে শেয়ার করে নিয়েছে এক অনুরাগী। শাহরুখ মুখবন্ধ সেই সময়ের কথা স্মরণ করেছেন যখন তিনি সোফা কিনতে গিয়ে দেখেন দাম খুব বেশি। তখনই গৌরীর মধ্যে আগ্রহ তৈরি হয়। নিজে কাঁচামাল কিনে স্কেচ তৈরি করে কাঠের মিস্ত্রিদের দিয়ে তৈরি করিয়েছিলেন। 

শাহরুখ লিখেছেন, ‘এটা তখন শুরু হয়েছিল যখন আমরা মুম্বইয়ে আমাদের প্রথম বাড়ি কিনেছিলাম। বলাই বাহুল্য সেটা আমাদের সাধ্যের বাইরে ছিল। কিন্তু আমাদের থাকার জায়গারও দরকার ছিল, কারণ আরিয়ান আসছে। সুতরাং ঠিক করা হয়েছিল যখন হাতে টাকা আসবে, তকন আমরা ঘরের জিনিস কিনব।আমরা কোনও ডিজাইনারকে এই দায়িত্ব দিতে পারিনি। গৌরীই নিজের কাঁধে তুলে নিয়েছিল।’

‘আমরা এরপর একদিন সোফা কিনতে যাই। কিন্তু দেখি তা আমাদের বাজেটের বাইরে। আমরা এরপর ঘুরতে গিয়ে শুধু চামড়া কিনে আনি। তারপর গৌরী ওর নোটবুকে নিজে ডিজাইন করে তা ছুতোরদের দিয়ে তৈরি করিয়ে নিয়েছিল। এভাবেই কয়েকবছর চলল ওই বাড়িতে। এরপর আমরা মন্নত নামের এই বড় বাড়িটি কিনতে আসি। এবারেও সেই একই গল্প। সম্পত্তির পিছনেই এত টাকা খরচ হয়ে যায় যে অভ্যন্তরীন সজ্জার জন্য আর কিছু অবশিষ্ট ছিল না। আর এবারেও গৌরী আমাদের ইন্টেরিয়র ডিজাইনার হয়ে ওঠে।’, লেখেন শাহরুখ। 

শাহরুখ এবং গৌরী প্রায় ছয় বছরের প্রেমের পর ১৯৯১ সালে বিয়ে করেন। ১৯৯৭ সালে তাদের প্রথম ছেলে আরিয়ান খানের জন্ম হয়। পরে তাদের কন্যা সুহানা খান ২০০০ সালে জন্মগ্রহণ করেন। আর তাদের সবচেয়ে ছোট ছেলে আব্রাম খানের ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.