তাঁর বয়স প্রায় ৬০ এর কাছাকাছি। তবুও আজও তিনি পর্দায় ধরা দিলে ম্যাজিক ছড়ান। ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে তাঁর অগুনতি ভক্ত। তাঁকে এক ঝলক দেখার আশায় তাঁর বাড়ির সামনে রোজ ভিড় জমায় কত শত মানুষ। তবে ঝাড়খণ্ডের এই ব্যক্তি ৩৫ দিন ধরে অপেক্ষা করছেন মন্নতের বাইরে! দেখা পেলেন তিনি কিং খানের?
কী ঘটেছে?
শেখ মহম্মদ আনসারি নামক ঝাড়খণ্ডের এক বাসিন্দা বিগত ৩৫ দিন ধরে মন্নতের সামনে অপেক্ষা করছেন শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য। তিনি ঝাড়খণ্ড থেকে এতদূর এসেছেন কেবল কিং খানের দেখা পাওয়ার আশায়। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের ব্যবসা বন্ধ করে তিনি এখানে এসেছেন কেবল কিং খানের দেখা পাওয়ার আশায়।
শেখ মহম্মদ আনসারি জানিয়েছেন, ' শাহরুখ খান আমার পছন্দের হিরো। আমি ওঁর সব থেকে বড় ভক্ত। ওঁকে একবার দেখতে পাওয়া আমার কাছে সবথেকে বড় জয়। আমি আমার ব্যবসা বন্ধ করে ৩৫ দিন ধরে এখানে এসে বসে আছি ওঁকে দেখব বলে। এটা এখন অবসেশন হয়ে গেছে। আমি ওঁর দেখা পেলে আমি জিতে যাব।' ফলে তিনি এখনও তাঁর অপেক্ষা জারি রেখেছেন। কবে আশা পূরণ হয় সেটাই দেখার।
প্রসঙ্গত শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যাবে। এখানে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন।