মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহরুখ খানের সহ-অভিনেতা। 'ডাঙ্কি' সিনেমায় দেখা মিলেছিল বরুণ কুলকার্নির। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বরুণের অবস্থা সঙ্কটজনক। তাঁর কিডনি বিকল হয়ে পড়েছে এবং চিকিৎসার জন্য তাঁর কাছে অর্থ নেই। তাঁর বন্ধু রোশন শেঠি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন। এই পোস্ট দেখে কমেন্ট সেকশনে অনেকেই সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আবেদন করেছেন, শাহরুখকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।
আরও পড়ুন-‘ভালবাসা’র জন্মদিন! শ্রীজাত লিখলেন, ‘স্পর্শে তোমার গঞ্জ নিই….’, বউ নয়! কে সেই সুন্দরী?
রোশন শেঠি লিখেছেন, 'আমার বন্ধু ও থিয়েটার সহকর্মী বরুণ কুলকার্নি কিডনির গুরুতর সমস্যায় ভুগছেন। আমরা ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছি, তবে ব্যায় বাড়ছে। নিয়মিত চিকিৎসা পরিসেবা এবং সপ্তাহে ২-৩ বার ডায়ালাইসিসের প্রয়োজন। দু'দিন আগে জরুরি ডায়ালিসিসের জন্য বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরুণ কেবল একজন উজ্জ্বল শিল্পীই নন, একজন সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ মানুষও। তার বাবা-মা দুজনেই খুব অল্প বয়সে মারা গেছেন, তখন থেকেই নিজের চেষ্টায় সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবং প্রতিকূলতার পরেও থিয়েটারের আবেগকে ছাড়েনি। তবে, একজন শিল্পীর জীবনে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে এবং এই কঠিন সময়ে ওর আমাদের সহায়তা প্রয়োজন। '
আরও পড়ুন-শেষদিন হরগৌরীর সেটে ফিরল 'শঙ্কর' রাহুল, ৭৬৭ এপিসোডে ফুলস্টপ, চোখে জল নীলাঞ্জনার
রোশন লিখেছেন, বরুণ ও রিয়াকে যদি মানুষ ব্যক্তিগতভাবে চেনেন, তাহলে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। না জানলে লিংকে দান করতে পারেন। তিনি রিয়ার নম্বর (যোগাযোগ রিয়া: +৯১৯৮৭০০০৯৯২৩) দিয়েছেন এবং লিখেছেন যে সামান্য পরিমাণও খুব সহায়ক হবে। এমনকি এই বার্তাটি ভাগ করে নেওয়াও সহায়ক হতে পারে। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন যে তারা সাহায্য করেছেন এবং শীঘ্রই বরুণকে আবার মঞ্চে দেখতে চান।'
আরও পড়ুন-রক্তেভেজা সইফকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন! 'ত্রাতা' অটো চালককে বুকে জড়ালেন পতৌদির নবাব
রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে দেখা মিলেছিল বরুণের। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই ছবি। যেখানে লিড রোলে দেখা মিলেছিল শাহরুখ খান, তাপস্বী পান্নুর। এছাড়াও ‘স্ক্যাম ১৯৯২’, ‘দ্য ফ্যামিলি ম্যান’-র মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন বরুণ কুলকার্নি।