শাহরুখের অসুস্থতা নিয়ে সম্প্রতি নানান খবর কানে এসেছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর একদম সুস্থ আছেন বাদশা। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিং খানের এক ভিডিয়ো। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে বেশ খানিকটা সময় কাটিয়েছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের মার্কিন সফরের তেমনই এক অদেখা ভিডিয়ো সামনে এসেছে। যেখানে তাঁকে ছোট ছেলে আব্রামকে নিউ ইয়র্কের একটি থাই রেস্তোঁরায় দেখা গেল। বাবা-ছেলের এই আদুরে ভিডিয়ো শেয়ার করেছেন নায়কের এক মহিলা ভক্ত।
দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের থাই রেস্তোরাঁ ‘থাই ভিলা’র মধ্যে আব্রামকে নিয়ে বসে রয়েছেন শাহরুখ। সাদা শার্টে নজরকাড়া আব্রাম। শাহরুখ বিশ্রাম নিচ্ছেন, আব্রাম হাই বেঞ্চে বসার চেষ্টা করছেন। চুলে হাত দিয়ে তা ঠিক করতে দেখা গেল শাহরুখকে। এরপরই শাহরুখ ভক্তের মুখের উপর ক্যামেরা ধরে বন্ধু। হাসি আর ধরছে না তাঁর মুখে।
এই ভিডিয়ো দেখে অনেকেই তুলোধনা করেছেন ওই ভক্তকে। এমনভাবে গোপনীয়তা লঙ্ঘন করা উচিত নয়, বলেই ধারণা তাঁদের। যদিও অনেকেই লেখেন, সামনে শাহরুখ খান বসে থাকলে এইটুকু তো করাই যায়।
শাহরুখ নিউইয়র্কের একটি শপিং মলে মেয়ে সুহানা খানের সাথে জুতো কেনাকাটা করার বেশ কয়েকটি ভিডিয়ো এর আগে সামনে এসেছিল। শোনা যাচ্ছে, 'কিং' ছবির প্রি-প্রোডাকশনের কাজে নিউ ইয়র্কে গিয়েছিলেন শাহরুখ ও সুহানা।
শাহরুখ-সুহানা খানের কিং
কিং সিনেমাটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ এবং অ্যাকশন-থ্রিলারে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এই ছবির সুবাদেই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ-সুহানা। ডন ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ালেও বাজিগর, জোশ এবং রইসের ধাঁচে আবারও ধূসর চরিত্রে দেখা যাবে বাদশাকে। শাহরুখের 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট' এবং 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনা করেছেন কিং। অমিতাভ বচ্চন, তাপসী পান্নু অভিনীত বদলার পর রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এটি ‘কাহিনি’ পরিচালক সুজয়ের দ্বিতীয় কাজ।
সুহানা জোয়া আখতারের দ্য আর্চিস (২০২৩) দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। নেটফ্লিক্সে মুক্তি পায় এই ছবি। দ্য় আর্চিস কো-স্টার তথা বচ্চনের নাতির সঙ্গে সুহানার প্রেমচর্চা তুঙ্গে।