বুধবার সন্ধ্যায় 'লাভিয়াপা'- এর স্পেশাল স্ক্রিনিংয়ে আবার শাহরুখ খান এবং আমির খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁদের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'লাভিয়াপা'- এর হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন আমির পুত্র। তাই তাঁর ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন বাদশা। ছবির গান প্রকাশ্যে আসার পর কিং খান জুনায়েদকে শুভেচ্ছাও জানিয়েছিলেন।
ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির আগে, আমির তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। বুধবার স্ক্রিনিংয়ের এসআরকে এবং সলমন খান দু'জনকেই দেখা গিয়েছিল। ছেলের এই বিশেষ দিনে আমির নিজে হলের বাইরে দাঁড়িয়ে সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানিয়েছিলেন।
আরও পড়ুন: রহমানকে ছাপিয়ে গিয়েছেন অনিরুদ্ধ! জানেন অ্যালবাম প্রতি তাঁর আয় কত?
অনুষ্ঠানস্থলে শাহরুখ খান আসার সঙ্গে সঙ্গেই আমির তাঁকে জড়িয়ে ধরেন। আর সেখানেই দেখা যায় বেশ অনেকটাই ওজন কমিয়েছেন শাহরুখ। তাঁকে বেশ ফিট লাগছিল। পাপারাৎজিরা তাঁদের একসঙ্গে পোজ দিতে বলায়, শাহরুখ জামার উপর দিয়েই নিজের পেটে হাত বোলান। আর তা দেখে অনেকেই অনুমান করেন নায়ক যে ওজন কমিয়েছেন তার ইঙ্গিত দিলেন। আর তারপরই আমিরকে রসিকতা করে বলতে শোনা যায়,'আমি শুরু করছি।' অর্থাৎ অভিনেতা জানান তিনি তাঁর ফিটনেস দিকে এবার নজর দেওয়া শুরু করেছেন।
ফিটনেসের ক্ষেত্রে দু'জনের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও, বয়সে তাঁদের বিশেষ ফারাক নেই। উইকিপিডিয়া অনুসারে আমির খানের জন্ম হয় ১৯৬৫ সালের ১৪ মার্চ। সেই অনুযায়ী তাঁর বয়স ৫৯ বছর। অন্যদিকে, শাহরুখ খানের জন্ম হয় ওই বছরেই ২ নভেম্বর। শাহরুখ আমিরের থেকে মাত্র ৭ মাসের ছোট।
আরও পড়ুন: ওয়েলকামে ‘মজনু’র সেই ঘোড়া-গাধা নিয়ে নস্টালজিক অনিল! জানেন ভাইরাল এই ছবি আসলে কাদের আঁকা
ভিডিয়োয়, শাহরুখকে নীল শার্ট সঙ্গে জিন্সে দেখা গিয়েছিল। তাঁর চোখে ছিল রোদচশমা। অন্যদিকে, সাদার উপর নীল রঙের প্রিন্ট করা একটি শার্ট ও কালো পাটিয়ালা প্যান্টে ধরা দিয়েছিলেন আমির। পাশাপাশি একেবারে সাদা শার্ট ও ধূসর জিন্স পরেছিলেন জুনায়েদ। ক্যামেরার সামনে তাঁদের তিনজনকে হেসে পোজ দিতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, অদ্বৈত চন্দন পরিচালিত 'লাভিয়াপা' হল একটি রোমান্টিক ছবি। এখানে জুনায়েদ খানের বিপরীতে রয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। যদিও 'লাভিয়াপা' -এর হাত ধরে জুনায়েদের বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন। কিন্তু এর আগে ২০২৪ সালের পিরিয়ড ড্রামা ‘মহারাজ’-এ হাত ধরে বি-টাউনে পা রাখেন তিনি। এটি নেটফ্লিক্স ইন্ডিয়াতে প্রিমিয়ার হয়েছিল। একইভাবে, খুশি কাপুরও জোয়া আখতারের 'দ্য আর্চিস'- এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাছাড়াও সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে খুশিকে ‘নাদানিয়া’তেও খুব শীঘ্রই দেখা যাবে। ‘লাভিয়াপা’তে জুনায়েদ এবং খুশি ছাড়াও রয়েছেন আশুতোষ রানা এবং কিকু শারদার মতো বড় মাপের অভিনেতারা। 'লাভিয়াপা' শুক্রবার, ৭ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে।