ছেলে আরিয়ান খানের পোশাকের ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’-এর লঞ্চে সম্প্রতি দুবাইয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান। ছেলের পোশাক ব্র্যান্ডের মুখ তিনি, কিং খানের পাশাপাশি গৌরী-সুহানাও পৌঁছেছিল আরিয়ানের সাপোর্টে। মরু শহর দুবাই যে কিং খানের 'দ্বিতীয় বাড়ি' তা কারুর অজানা নয়। সেখানে নিজস্ব বাড়ি পর্যন্ত রয়েছে বাদশার। সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখের জনপ্রিয়তা আকাশছোঁয়া।
সাম্প্রতিক দুবাই ট্য়ুরে গিয়ে এক গয়নার দোকানে গিয়েছিলেন শাহরুখ-গৌরী। সেই দোকানেরই সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। সুপারস্টারের সেই ভিডিয়ো দেখে মুগ্ধ ফ্যানেরা। ওই দোকানেরই কর্মী পরমিন্দর সিং নিজের ইনস্টা প্রোফাইলে ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা গেল গৌরী খানের পিছুপিছু ওই স্টোরের ভিতর প্রবেশ করেন শাহরুখ। জুলেয়ারি কালেকশন ঘুরে দেখছিলেন গৌরী, পরমিন্দরের পাশ দিয়ে যাওয়ার সময় বুকে হাত রেখে মাথানত করে শাহরুখকে অভিবাদন জানান তাঁর ভক্ত পরমিন্দর।
শাহরুখ সেই ভালোবাসাকে উপেক্ষা করেননি। কয়েক সেকেন্ডের জন্য তিনি থমকে দাঁড়ান। এবং সেই অভিবাদন গ্রহণ করেন। ভিডিয়োর ক্যাপশনে পরমিন্দর লেখেন, ‘দুবাইতে শাহরুখ খানের সঙ্গে বিশেষ একটা মুহূর্ত….’। এরপর শাহরুখের ফেমাস ডায়লগ জুড়ে দেন তিনি। লেখেন, ‘দিল তো সবকে পাস হোতা হ্যায়, লেকিন দিলওয়ালে সব নেহি হোতে…’।
বলিউডের ‘লেডি কিলার’ শাহরুখ। ফ্যানেদের সঙ্গে তাঁর মিষ্টি ব্যবহার সর্বদাই মন কাড়ে। এবারও তাঁর অন্য়থা হল না। ভিডিয়োতে শাহরুখকে দেখা গিয়েছে ছেলের স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের কালো প্যান্ট এবং ডেনিম জ্যাকেটে। মাথায় টুপি পরেছিলেন শাহরুখ। ক্যাজুয়াল পোশাকেই ফ্রেমবন্দি হয়েছেন গৌরীও।
দুবাইয়ে আরিয়ানের সাপোর্টে হাজির হয়ে নাচের তালে মঞ্চে মাতান শাহরুখ। শাশুড়ি মা সবিতা ছিব্বরের সঙ্গেও ডান্স করতে দেখা যায় কিং খানকে। সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-ছেলের জন্য নাচতেও রাজি শাহরুখ! দুবাইতে আরিয়ানের ব্যবসার জন্য নয়া স্ট্রাটেজি বাদশার
ওদিকে শনিবারই ৫৯-তে পা দিলেন বলিউডের রোম্যান্স কিং। এই বছর জন্মদিনে মুম্বইতেই রয়েছেন তারকা। জানা যাচ্ছে, কাছের মানুষদের নিয়ে সেলিব্রেশনে মাতবেন শাহরুখ। এদিন কিং নিয়ে আসতে পরে বড় ঘোষণাও।
শাহরুখকে আগামিতে দেখা যাবে সুজয় ঘোষের কিং-এ। এই ছবিতে মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে বয়স উপযোগী চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। এছাড়াও অভিষেক বচ্চন প্রধান প্রতিপক্ষের চরিত্রে এবং মুঞ্জিয়া-খ্যাত অভয় ভার্মা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জানা যাচ্ছে, ২০২৬-এর ইদে মুক্তি পাবে এই ছবি।