অভিনেতা শাহরুখ খান সোমবার অংশ নিয়েছিলেন ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে। যেখানে ২০২৫ সালের প্রোজেক্টগুলি ঘোষণা করল এই ওটিটি প্ল্য়াটফর্ম। আর এই তালিকায় নাম রয়েছে আরিয়ান খানের নতুন সিরিজের। ‘বলিউড দ্য বা**ডস’-এর প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন। ছেলের ডেবিউতে তিনিই অভিনেতা, তিনিই প্রযোজক। তা কাজের চাপ ছিল কতটা, প্রশ্ন আসতেই নিজস্ব ঢঙে জবাব দিলেন কিং খান।
‘জাস্ট আ ব্লাডি স্টার’ শাহরুখ খান
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের প্রযোজনায় আসা আরিয়ানের ওয়েব সিরিজ সম্পর্কে কথা বলতে গিয়ে শাহরুখ হিন্দিতে বলেছিলেন, ‘অন্য সবাই কাজ করে, আমি নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা আমার… আই অ্যাম বা ব্লাডি স্টার। আমি আসলে, পিছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ আর শাহরুখের মুখে এই কথা শুনে হাতহাতিলে ফেটে পড়ে গোটা হল।
স্টাইলিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। তরুণ মুখদেরও চমক দিতে পারেন তিনি। পিছনে ঝুটি বাঁধা, চোখে কালো সানগ্লাস, কালো পোশাকে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। ২০২৪ সালে কোনো ছবি আসেনি শাহরুখের। তবে ২০২৩ সালে ধামাকা দিয়েছিলেন তিনি জাওয়ান, পাঠান, আর ডাঙ্কি দিয়ে। নেটফ্লিক্সের এই সিরিজ ছাড়াও, শাহরুখকে দেখা যাবে কিং-এ।
আরিয়ান খানের সিরিজ সম্পর্কে
নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত নভেম্বরে এই সিরিজের ঘোষণা করেছিল। সম্প্রতি, সেট থেকে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল, যেখানে আরিয়ানকে একটি দৃশ্য পরিচালনা করতে এবং তাঁর কলাকুশলীদের তা ব্যাখ্যা করতে দেখা যায়। শাহরুখ ফ্যান ক্লাব ছবিটি শেয়ার করে লিখেছিল, ‘তাঁর প্রথম পরিচালিত প্রজেক্ট দ্য বা**ডস অফ বলিউডের সেট থেকে #AryanKhan ভিডিয়ো, যা এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। আরিয়ানকে খুব গম্ভীর দেখাচ্ছে।’
জানা গিয়েছে, ৬ পর্বের এই সিরিজে সলমন খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের ক্যামিও দেখা যাব। আরিয়ান গত বছরের মে মাসে তার সিরিজের শুটিং শেষ করেছিলেন। সোমবারই সামনে এসেছে প্রথম ঝলক। দেখা যায়, একের পর এক শট দিয়ে চলেছেন 'বলিউড কিং' শাহরুখ। তবে পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। পরিচালক তাঁকে নানান ভাবে শট দিতে বলছেন, 'এক অউর, এক অউর' (আরও একটা) করেই চলেছেন। ধৈর্য ধরে টেকের পর পর টেক দিয়ে চলেছিলেন শাহরুখ। তাও পছন্দ হয় না।
এরপরই রেগে যান বাদশা। বলে ওঠেন, ‘শাহরুখ রেগে গিয়ে বললেন, ‘তেরে বাপকা য়াজ হ্যায় কেয়া?’ ও মা! তখনই পরিচালকের কুর্সি থেকে মুখ বের করে আরিয়ান বলে ওঠে, ‘হ্যাঁ’।