গত জুন মাসে কংগ্রেস নেতা জারিতা লেতফালং, শাহরুখ খানের কাছে কাতর আর্জি রেখেছেন অভিনেতার প্রাক্তন শিক্ষক এরিক ডি'সুজাকে শেষ দেখা দেখতে যাওয়ার জন্য, মৃত্যুশয্যায় এরিকের শেষ ইচ্ছে ছিল পুরোনো ছাত্রের সঙ্গে দেখা করা। দ্রুত এরিকের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। অবশেষে গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাহরুখের মেন্টর এরিক ডি'সুজা। আরও পড়ুন-‘হালকা বিরক্ত হলাম…’, কিঞ্জলের ‘অরাজনৈতিক’ কথায় আপত্তি শ্রীলেখার! কী ঘটল ধর্মতলায়?
‘আমার বাবা-মা’র পর যদি আমি সবচেয়ে বেশি কাউকে সম্মান করি তিনি হলেন আমার ব্রাদার (এরিক) ডিসুজা', অথচ সেই দাদার শেষ ইচ্ছেকে সম্মান জানাতে ব্যর্থ হলেন শাহরুখ। রবিবার দুপুর ১.৪০ মিনিটে গোয়ায় মৃত্যু হয়েছে এরিক ডিসুজার।
কংগ্রেস নেতা জারিতা লেতফালং যিনি শাহরুখের কাছে আবেদন রেখেছিলেন তাঁর মেন্টরের সঙ্গে একটি বারের জন্য দেখা করার, তিনিই সোশ্যাল মিডিয়ায় শিক্ষাবিদ এরিক ডিসুজার মৃত্যুর সংবাদ জানিয়েছেন। নয়া দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুলে শিক্ষকতা করতেন ফাদার এরিক ডিসুজা। সেখানেই পড়াশোনা করেছেন শাহরুখ। এক কথায় শাহরুখের ভবিষ্যত নিজের হাতে করেছিলেন প্রয়াত এরিক ডিসুজা। একবার এক রিয়ালিটি শো-এর মঞ্চে শাহরুখের সঙ্গে স্টেজ ভাগ করে নিয়েছিলেন এরিক।
জানিয়েছিলেন, শুরুতে শাহরুখের বলিউড কেরিয়ার নিয়ে সন্দিহান ছিলেন তিনি। তবে তাঁকে ভুল প্রমাণ করেছেন শাহরুখ। ছেলেবেলায় কেমন ছাত্র ছিলেন শাহরুখ? এরিক বলেন, ‘খুব দুষ্টু ছিল, তবে খুব ফোকাডস ছিল। শিক্ষক হিসাবে আমার ওর মধ্যে যেটা ভালো লাগত সেটা হল নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে ও সেটা অর্জন করত, যা ও করতে চাইত’।
সরিতা শেষই সময় জানিয়েছিলেন, মৃত্যুশয্য়ায় থাকাকালীন একমাত্র শাহরুখের নাম শুনলেই এরিকের চোখদুটি জ্বলজ্বল করে উঠত। প্রিয় ছাত্রকে শেষ দেখা দেখতেই হয়ত দিনগুণছেন তিনি, মনে করেছিলেন সরিতা। তাই জুন মাসে কাতর আবেদনে কংগ্রেস নেতা সরিতা শাহরুখকে এক্স হ্য়ান্ডেলে ট্যাগ করে জানিয়েছিলেন, ‘দয়া করে কয়েক মিনিট সময় দিন এবং তাকে দেখতে যান। মুম্বাই গোয়া থেকে খুব বেশি দূরে নয়। এটি মাত্র এক ঘন্টার ফ্লাইট... তার স্বাস্থ্য সত্যিই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এবং তিনি আর কথাও বলতে পারেন না’।
সোমবার সোশ্যাল মিডিয়ায় এরিককে শেষ শ্রদ্ধা জানিয়ে সরিতা লেখেন, ‘চিরবিদায় মহান স্যার, আমি যখন আপনাকে শেষবিদায় জানাচ্ছি, আমার হৃদয় আবেগে পরিপূর্ণ। আজ শিলং-এর উদ্দেশে আপনার যাত্রা শুরু আগে কিছু মুহূর্ত একসঙ্গে কাটালাম। সেখানেই আপনি চিরঘুমে শায়িত থকাবেন। আপনার আত্মা যেন শান্তি পায়, আপনার উত্তরাধিকার জারি থাকুক, আমাদের অনুপ্রাণিত করুক, পথ দেখাক… শান্তিতে ঘুমোন’।
সেন্ট কলম্বিয়ার পাশাপাশি শিলং-এর সেন্ট এডমুন্ড স্কুলেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এরিক। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে এনে শোকপ্রকাশ করেছেন সেখানকার প্রিন্সিপাল ব্রাদার সোলোমন মরিস। তিনি জানিয়েছেন, মঙ্গলবার এরিক ডিসুজার পার্থিব শরীর শিলং-এ পৌঁছাবে। এবং বুধবার ধর্মীয় রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হবে। ব্রাদার ডিসুজার ছাত্র ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমাও। তিনিও তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন।