বাংলা নিউজ > বায়োস্কোপ > AbRam Khan: বয়স সবে ১১! সুহানা-আরিয়ানের পর শোবিজ জগতে পা শাহরুখের ছোট ছেলের, ট্রোলড শানায়া, কেন জানেন?

AbRam Khan: বয়স সবে ১১! সুহানা-আরিয়ানের পর শোবিজ জগতে পা শাহরুখের ছোট ছেলের, ট্রোলড শানায়া, কেন জানেন?

বয়স সবে ১১! সুহানা-আরিয়ানের পর শোবিজ জগতে পা শাহরুখের ছোট ছেলের, ট্রোলড শানায়া

শাহরুখ খান ও গৌরী খানের ১১ বছরের ছেলে আব্রাম খান 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর জন্য হিন্দিতে ডাবিং করেছেন। ২০২২ সালে শানায়া কাপুরের ডেবিউ ফিল্মের ঘোষণা করা হয়েছিল।

শাহরুখ খানের দেখানো পথে হেঁটে বলিউডকেই নিজেদের কর্মক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন তাঁর দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খান। বড় ছেলের অভিনয়ে ঝোঁক নেই, তবে পরিচালক হিসাবে নিজের প্রথম সিরিজের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন আরিয়ান। ওদিকে দ্য আর্চিসের সঙ্গে গত বছরই অভিনয়ে হাতেখড়ি হয়েছে সুহানার। দাদা,দিদির পর এবার পালা ছোট্ট আব্রামের। 

হ্যাঁ, শাহরুখের ছোট ছেলে আব্রামও এবার বিরাট সুযোগ পেল। ডিজনি অ্যাডভেঞ্চার মিউজিক্যাল 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন শাহরুখ-গৌরীর ছোট ছেলে। আরিয়ান ও শাহরুখ ছবির আগের সংস্করণেরও অংশ ছিলেন। নতুন চমক আব্রাম। এদিনই 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর হিন্দি ট্রেলার সামনে এসেছে, সেখানে আব্রামের কন্ঠ শুনে দারুণ খুশি শাহরুখ ভক্তরা।  

আব্রামের গ্ল্যামার জগতে ডেবিউ নিয়ে চর্চার মাঝে রেডিটে ভাইরাল একটি পোস্ট। যেখানে শানায়াকে খোঁটা দেওয়া হয়েছে। একজন লেখেন, ‘স্কুলের বাচ্চা ডিজনির ছবির অংশ হচ্ছে, ওদিকে শানায়া কাপুর এখনও ডেবিউয়ের অপেক্ষায়’। 

আব্রামের 'ডেবিউ' নিয়ে প্রতিক্রিয়া

রেডিটর মন্তব্য করেছে, 'শানায়া কাপুরের আগে আব্রামের আত্মপ্রকাশ হল। শানায়ার প্রথম চলচ্চিত্র বেধড়ক ২০২২ সালে ঘোষণা করা হয়েছিল; করণ জোহর সমর্থিত এই ছবিতে গুরফতেহ পীরজাদা ও লক্ষ্য লালওয়ানির সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার কথা শানায়ার। তবে সেই ছবি এখন বিশ বাঁও জলে। শানায়া এখন বৃষভ দিয়ে কেরিয়ার শুরু করবেন। এই মালায়ালাম ছবিতে অভিনেতা মোহনলাল মুখ্য চরিত্রে অভিনয় করবেন।

অনেকেই লায়ন কিং-এর ট্রেলার দেখে জানতে চেয়েছেন,'শাহরুখের ছেলেরা কীভাবে সুহানার চেয়ে ভাল হিন্দি বলতে পারে?'  আরেকজন মন্তব্য করেছেন, ‘লায়ন কিং-এর হিন্দি ডাব করা ভার্সন এখন অফিসিয়ালি শাহরুখের ফ্যামিলি ফিল্ম’। প্রসঙ্গত সারোগেসির মাধ্যমে জন্ম আব্রামের। ছোট ছেলের জন্মের সময় কম বিতর্কের মুখে পড়তে হয়নি শাহরুখ-গৌরীকে। যদিও সে-সব আজ অতীত। আম্বানিদের স্কুলে পড়ে খুদে। বাবা-মা'র নয়নের মণি আব্রাম। 

দ্য লায়ন কিং-এ শাহরুখ মুফাসার চরিত্রে কণ্ঠ দিতে ফিরেছেন, সিম্বার চরিত্রে আরিয়ান এবং তরুণ মুফাসার চরিত্রে আব্রামের গলা শোনা যাবে। সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টে এই খবর শেয়ার করেছেন শাহরুখ। আব্রামের কণ্ঠে অভিষেক হলেও, আরিয়ান এর আগে ২০১৯ সালের দ্য লায়ন কিং-এর হিন্দি সংস্করণে শাহরুখের সাথে কাজ করেছিলেন, যেখানে তিনি সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন এবং কিং খান মুফাসার কণ্ঠ দিয়েছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.