২০২৩ সালের ডিসেম্বরে ডাঙ্কি মুক্তি পাওয়ার পর থেকেই, শাহরুখ খানের পরবর্তী সিনেমা কী হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও সুজয় ঘোষের সিনেমায় কাজ করছেন, সেই সিনেমায় সুহানা খানও রয়েছেন, তা এতদিন ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। এবার বাদশা নিজেই তা ঘোষণা করলেন। জন্মদিনের দিন সামনে এল ‘কিং’-এর কথা।
এবারের জন্মদিনে একটি ক্লোজড ডোর পার্টি রেখেছিলেন শাহরুখ খান। প্রতিবারের মতো মন্নতের ছাদে ওঠার যে অনুষ্ঠান, তা হয়নি। সেখানে অনেক শাহরুখ ভক্তও উপস্থিত ছিল। আর সেই অনুষ্ঠানেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা এক মহিলার প্রশ্নের জবাবে নিজের পরের ছবির খোলসা করলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতাল থেকে প্রথম সেলফি, বউকে চুমু কাঞ্চনের! শ্রীময়ী-কন্যা কৃষভির ছবিও কি দেখা গেল
সেই মহিলা বলেন, ‘আপনি শুধু প্যান-ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড। আরও স্পষ্ট করে বললে, প্যান ওয়ার্ল্ড সুপারস্টার’। শাহরুখ ওই মহিলাকে জবাব দেন, ‘আমি ভারতকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যা আগে অসম্ভব ছিল’। সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি ভারত, ভারতীয় উপমহাদেশ, এখানের লোকেরা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, যা আমি ভাবিওনি কখনো সম্ভব হবে’।
আরও পড়ুন: রেগে গিয়ে সাংবাদিকের হাতের ফোন কেড়ে নিলেন রাজপাল যাদব! দাবি, ছুঁড়ে ফেলারও…
শাহরুখ আরও যোগ করেন যে, তাঁর লক্ষ্য সর্বদা ভারতীয় সিনেমাকে বিশ্বব্যপী প্রসারিত করা। তিনি বলেন, ‘এখনের দিনে ভাষা আর কোনো বাধা নয়। ইনশাআল্লাহ! আরও অনেক লোক রয়েছে, যারা ভারতীয় সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের এমন গল্প লিখতে হবে যা উচ্চ মানের হয়েও হৃদয় ছুঁয়ে যায়’।
আরও পড়ুন: রবিবার ব্যবসায় মন্দা! যদিও এগিয়ে সিংঘমই, ৩য় দিনে বক্স অফিসে কত আয় ভুল ভুলাইয়া ৩-র
এরপরই নিজের নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানালেন, তাঁর পরের ছবি কিং-এর নাম ইংরেজিতে রাখার পিছনে এই উদ্দেশ্যই ছিল। যাতে তা ভারতের সীমা অতিক্রম করে বিশ্বব্যপী ছড়িয়ে যায়। বললেন, ‘আমি এখন আমার সিনেমার নাম ইংরেজিতে রাখি, যাতে আমেরিকার মানুষ বুঝতে পারে, এর অর্থ কী।’ এরপর হেসে ওই মহিলার উদ্দেশে বলেন, ‘ভারত থেকে বার্তা নিয়ে যান, কিং ইজ কামিং’।
২০২৬-এর মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে কিং-এর। যা পরিচালনা করছেন সুজয় ঘোষ। এই ছবিতে দেখা যাবে সুহানা খান ও শাহরুখ খানকে একসঙ্গে।