রবিবার মুম্বাইতে মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে বেগুনি রঙের শাড়িতে নজর কাড়েন সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
মাধুরীর সঙ্গে সুহানার সেই বিশেষ মুহূর্ত:
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার ঠিক আগে মাধুরীর সঙ্গে একটি হৃদয়গ্রাহী মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সুহানা। ভিডিয়োতে দেখা যায়, সুহানা মাধুরীকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানাচ্ছেন, এরপর তিনি মাধুরীকে তাঁর আগে ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে অনুরোধ করেন। এবং শাহরুখ কন্যাকে ধৈর্যের সঙ্গে নিজের পালার জন্য অপেক্ষা করতে দেখা যায়। এই মিষ্টি মুহূর্তটি ইন্টারনেট ব্যবহারকারীদের মন জয় করেছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শাহরুখ ও গৌরী খানের দেওয়া শিক্ষার প্রশংসা করছেন।
একজন লিখেছেন, ‘কী মিষ্টি, সুহানা মাধুরীজি-কে আগে যেতে দিলেন!’ আরেকজন কমেন্ট করেন, ‘কিং খানের ছোট্ট রাজকন্যা’। আরেকজন লেখেন, ‘শাহরুখ ও গৌরির সংস্কার! খারাপ হওয়ার কোনো চান্সই নেই’। অন্যটিতে লেখা, ‘আমার বরাবরই সুহানাকে খুব মিষ্টি লাগে। কোনো অহংকারও নেই’।
এই অনুষ্ঠানের জন্য, সুহানা একটি বেগুনি রঙের শাড়ি বেছে নিয়েছিলেন যাতে সোনালি সিকুইন লেসের ডিটেলিং ছিল। এর সঙ্গে ছিল একটি ব্রালেট-স্টাইলের টপ, যাতে জটিল সোনালি এমব্রয়ডারি করা ছিল। তিনি শাড়িটি সুন্দরভাবে পরেছিলেন, আঁচলটি কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন এবং কোমরে একটি বেল্ট দিয়ে আটকেছিলেন। অন্য দিকে, মাধুরী একটি নীল শাড়ি বেছে নিয়েছিলেন।
মণীশ মলহোত্রা রবিবার একটি তারকাখচিত দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন, যেখানে করিনা কাপুর, করণ জোহর, গৌরী খান থেকে শুরু করে অর্জুন কাপুর পর্যন্ত, বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
সুহানা তাঁর অভিনয়ে অভিষেক করেন নেটফ্লিক্সের সিনেমা দ্য আর্চিস দিয়ে, যা ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায়। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্ডা। পরবর্তীতে, সুহানাকে তার বাবা শাহরুখের সঙ্গে কিং-এ দেখা যাবে। কিং-এর আগে সুজয় ঘোষের পরিচালনায় থাকার কথা ছিল। তবে, পরে সিদ্ধার্থ আনন্দ পরিচালকের দায়িত্ব নেন। ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা। এটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।