‘সন্তোষ’ ছবিতে অভিনয়ের জন্য শাহানা গোস্বামী ও এই ছবির পরিচালক সন্ধ্যা সুরি এবং পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ২০২৫ সালের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সম্মানিত হল। রবিবার হংকংয়ের ওয়েস্ট কাউলুন কালচারাল ডিস্ট্রিক্টের জিকু সেন্টারে ১৮তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ জিতে নিল সেরা চলচ্চিত্রের পুরষ্কার
এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে। এই ছবিটির সঙ্গে যে সব ছবিগুলি মনোনয়ন পেয়েছিল, সেগুলি হল ‘টি ব্ল্যাক ডগ’ (চিন), ‘এক্সহুমা’ (দক্ষিণ কোরিয়া), ‘টেকি কমেথ’ (জাপান) এবং ‘টোয়াইলাইট অফ দ্য ওয়ারিয়র্স: ওয়াল্ড ইন’ (হংকং)।
পায়েল কাপাডিয়া ২০২৪ সালের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির জন্য কানস ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রাইজ অ্যাওয়ার্ড জিতেছিলেন।
আরও পড়ুন: 'সেটের বাইরে আমি আর ও…', 'কথা'র কো-স্টার অলিভিয়ার সঙ্গে প্রেমচর্চায় মুখ খুললেন সৌরভ
পরিচালক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এশিয়া থেকে এত অসাধারণ কাজ বেরিয়ে আসছে এবং আমরা সেই জায়গার অংশ হতে পেরে গর্বিত। বিশেষ করে এখানে। কারণ আমি মনে করি এশিয়ার সব চলচ্চিত্র দেখা এবং তার অংশ হওয়া আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ… মনোনয়ন পেয়েছি এটাই আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর পুরষ্কার জিতে সত্যি অসাধারণ লাগছে।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ একটি ভারত-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি, গত বছর কানস ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রাইজ অ্যাওয়ার্ড জিতে এই ছবি ইতিহাস সৃষ্টি করেছিল। ব্যাপকভাবে প্রশংসিত এই মালয়ালম-হিন্দি ছবিটি কেরালার দুই নার্স ‘প্রভা’ (কানি কুসরুতি) এবং ‘অনু’ (দিব্যা প্রভা)-এর জীবনের গল্প বলে। দুই বন্ধু ও তাঁদের গৃহসহায়িকা ‘পার্বতী’ (ছায়া কাদম)-র মুম্বইতে জীবনযুদ্ধে লড়াইয়ের গল্প ফুটে ওঠে।
‘সন্তোষ’ ছবিতে অভিনয়ের জন্য শাহানা গোস্বামী ও এই ছবির পরিচালক সন্ধ্যা সুরিও পেলেন পুরস্কার
শাহানা গোস্বামী 'সন্তোষ' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন। এই ছবির পরিচালক সন্ধ্যা সুরি সেরা নতুন পরিচালক হিসেবে পুরষ্কার পেয়েছেন। সেরা অভিনেত্রীর বিভাগে শাহানা গোস্বামী সঙ্গে যে সব অভিনেত্রীরা মনোনীত ছিলেন তাঁরা হলেন কানি কুসরুতি (অল উই ইমাজিন…), সিলভিয়া চ্যাং (ডটারস ডটার), কাওয়াই ইউমি (ডেজার্ট অফ নামিবিয়া), এবং কিম গো-ইউন (এক্সহুমা)।
শাহানা বলেছেন, 'সন্তোষ' ছবিতে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। তবে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে আমি এই চরিত্রে সঠিক ভাবে অভিনয় করতে পারব কিনা। আমি চাইনি যে এটা দেখে মনে হোক যে আমি অভিনয় করছি, আমি চেয়েছিলাম এটা দেখে যেন বাস্তব বলে মনে হয়।'
আরও পড়ুন: ‘উন্নয়নশীল দেশগুলোকে ভয় দেখায়…’, অস্কার নিয়ে চটে কেন আমেরিকাকে বিঁধলেন কঙ্গনা
‘সন্তোষ’-এ একটি নতুন বৌয়ের জীবনের গল্প ফুটে উঠেছে। যে তার স্বামীর মৃত্যুর পর পুলিশ কনস্টেবলের কাজ পায় এবং এক কিশোরীর হত্যার তদন্তে জড়িয়ে পড়ে। এটা ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির যৌথ প্রযোজনার ছবি।
ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুরি সেরা নতুন পরিচালক হিসেবে পুরস্কার পান। এই বিভাগে যাঁরা মনোনীত ছিলেন তাঁরা হলেন, ইয়ামানাকা ইয়োকো (মরুভূমির নামিবিয়া), সোরা নিও (হ্যাপিএন্ড), দং জিজিয়ান (মাই ফ্রেন্ড আন ডেলি) এবং ট্রুং মিন কুই (ভিয়েত অ্যান্ড ন্যাম)।