চলে গেলেন কাছে আসার পর খ্যাত অভিনেতা শাহবাজ সানি। তাঁর মৃত্যুর খবর এদিন নিশ্চিত করেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে কি কারণে এত অল্প বয়সে না ফেরার দেশে অভিনেতা পাড়ি দিলেন সেটা প্রকাশ্যে আনেননি।
আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অমিতাভের জামাইয়ের নামে! জালিয়াতির কেসে অভিযুক্ত নিখিল নন্দা
প্রয়াত শাহবাজ সানি
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় চালচিত্র খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শাহবাজ সানির প্রয়াণের খবর পোস্ট করেন। ফেসবুকের সেই পোস্টে তিনি এদিন লেখেন, 'অভিনেতা শাহবাজ সানি এর আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।' অপূর্ব এদিন আরও লেখেন, 'সানির জন্য সবাই দোয়া করবেন।'
তবে এদিন অপূর্ব যতই সোশ্যাল মিডিয়ায় শাহবাজ সানির মৃত্যুর খবর দিন, তিনি কিন্তু কারণ প্রকাশ্যে আনেননি।
কে শাহবাজ সানি?
কাছে আসার পর নামক একটি নাটকের মাধ্যমে ঢালিউডে সফর শুরু করেন শাহবাজ সানি। ইমারুল রাফাত সেই নাটকের পরিচালনা করেছিলেন। অল্প সময়ের মধ্যেই নজর কাড়েন সানি। যাবে অভিনয়ের দক্ষতা বাহবা পেতে শুরু করে। শুধু তাই নয়, পরিচালকদের পছন্দের হয়ে ওঠেন তিনি।
যদিও প্রাথমিক জীবনে শাহবাজ চরিত্রাভিনেতা হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু কিছু বছরের মধ্যেই তিনি মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করা শুরু করে দেন।২০১৮ সালে তিনি প্রথমবার প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন। গোলাম কিবরিয়ার আব্দুল্লা নাটক ছিল সেটা। সেই নাটক মুক্তি পাওয়ার পর সবার প্রশংসা পান শাহবাজ সানি। তাঁর অভিনয়, কাজ প্রশংসা কুড়ায়। এছাড়া তিনি চোরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো, মহব্বত, ইত্যাদি নাটকে তিনি অভিনয় করেছেন।
রবিবার, ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটে নাগাদ শেষ করেছেন শাহবাজ সানি। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তরুণ অভিনেতার প্রয়াণে ঢালিউডে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: স্থগিত কনসার্ট, অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা! কী হয়েছে?
আরও পড়ুন: বক্স অফিস জুড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিতে কত আয় করল ছাবা?