নতুন জুটি পেতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘ভোরের পাখি’ ছবিতে জুটি বাঁধেছেন সাহেব ভট্টাচার্য এবং দুর্গা সাঁতরা। পার্থসারথি জোয়ারদারের পরিচালিত এই ছবিতে দেখা মিলবে পরাণ বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, বিশ্বনাথ বসু, সোনালি চৌধুরী-র মতো টলিউডের পরিচিত নামেদেরও।
আপতত জোরকদমে চলছে ছবির শ্যুটিং পর্ব।

মেকানিক আকাশের(সাহেব) প্রেমে পড়েছে পাখি (দুর্গা), তবে মামা-মামীর ঘোর আপত্তি সেই সম্পর্ক নিয়ে। অনাথ পাখির বাবা উইল করে গিয়েছেন, তেইশ বছর বয়স হলে সব সম্পত্তি পাবে পাখি। সম্পত্তি যাতে হাতের বাইরে না চলে যায় তাই মামা চান নিজের শ্যালকের সঙ্গে পাখির বিয়ে দিতে। কিভাবে পাখি আর আকাশের ভালোবাসা পাবে কাঙ্ক্ষিত পরিণতি সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। সাহেব-দুর্গার অনস্ক্রিন প্রেম পূরণের কান্ডরি হিসাবে ছবিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন পাখির দাদু, যে ভূমিকায় আমরা দেখব পরাণ বন্দ্যোপাধ্যায়কে।
দুর্গা সাঁতরা টলিউডের খুব বেশি পরিচিত মুখ না হলেও এর আগে অভিনয় করেছেন ‘পাহাড়ে আতঙ্ক’, ‘শেষের গল্প’ এবং ‘রং নাম্বার’ ছবিতে।
আপতত সাহেব ব্যস্ত তাঁর আসন্ন ছবি উড়ানের প্রচারে। যেখানে প্রথমবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। নতুন বছরের শুরুতেই,১৭ জানুয়ারি মুক্তি পাবে 'উড়ান'।