বাংলা নিউজ > বায়োস্কোপ > গোপনে বিয়ে, বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলেন ‘পবিত্র রিশতা’র নতুন ‘মানব’ শাহির শেখ

গোপনে বিয়ে, বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলেন ‘পবিত্র রিশতা’র নতুন ‘মানব’ শাহির শেখ

বাবা হলেন শাহির

ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শাহির পত্নী রুচিকা। 

অপেক্ষা মাত্র দিন কয়েকের। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে 'পবিত্র রিসতা ২.০'। তবে তার আগেই সুখবর দিলেন অভিনেতা শাহির শেখ। যাঁকে সুশান্ত সিং রাজপুতের জায়গায় অর্চনার নতুন মানব হিসাবে দেখবে দর্শক। ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন টেলিভিশনের এই জনপ্রিয় তারকা। গত বছর নভেম্বরে রুচিকা কাপুরের সঙ্গে গোপনে বিয়ের পর্ব সেরেছিলেন শাহির। আর বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পতির ঘরে এল লক্ষ্মী। 

 রুচিকার 'বেবি শাওয়ার'-এর ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সূত্রের খবর গতকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর, তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রুচিকা। জুলাই মাসেই প্রকাশ্যে এসেছিল রুচিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। 

২০০৯ সালে ডিজনি সিরিজ ‘কেয়া মাস্ত হ্যায় লাইফ’ দিয়ে ছোট পর্দায় ডেবিউ করেন শাহির। এরপর নব্য... নয়ে ধড়কন নয়ে সাওয়াল, মহাভারত, কুছ রাঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি এবং ইয়ে রিসতে হ্যায় পেয়ার কে সহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় মুখ শাহির। রুচিকাও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত, তবে তিনি পর্দার পিছনের মানুষ। বালাজি টেলিফিল্মসের মহাভারত ধারাবাহিকে অভিনয়ের সুবাদেই জনপ্রিয়তা লাভ করেন শাহির। অন্যদিকে একতা কাপুরে বালাজি মোশন পিকচার্সের ক্রিয়েটিভ প্রোডিউসার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রুচিকা।কাজের সূত্রেই আলাপ এই জুটির।

বছর কয়েক প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন এই জুটি, নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন দুজনেই। গত বছর নভেম্বরে আইনি বিয়ে সারেন শাহির-রুচিকা। চলতি বছর জুনে বিয়ের রিসেপশন  পার্টি প্ল্যান করেছিলেন তাঁরা, তবে করোনার জেরে সেই প্ল্যান ভেস্তে যায়। আপাতত নতুন বাবা-মায়ের জন্য নেটমাধ্যমে উপচে পড়ছে শুভেছ্ছা।

 

 

বন্ধ করুন