আংটি বদল করে ফেললেন ‘মহাভারত’-এর ‘অর্জুন’ শাহির শেখ। দীর্ঘদিনের বান্ধবী রুচিকা কাপুরের সঙ্গে আংটি বদল করে ফেললেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। কয়েকদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। অবশেষে এনগেজমেন্ট সেরে ফেললেন তিনি।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বাকি জীবনের জন্য উৎসাহিত।' সেখানে রুচিকার হাতে জ্বলজ্বল করে দেখা যায় এনগেজমেন্ট রিং। এক গাল হাসি মুখে ছবিতে দেখা যায় রুচিকাকে।
ছবির কমেন্টে বয়ে গিয়েছে শুভাকাঙ্খী এবং ভক্তদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা। চলতি মাসের শুরুতে রুচিকার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন শাহির। অবশেষে এনগেজমেন্টের খবর দিয়েছেন তিনি।
২০০৯ সালে ছোট পর্দায় ডিজনি সিরিজ ‘কেয়া মাস্ত হ্যায় লাইফ’ দিয়ে অভিনয় জগতে অভিষেক ঘটে শাহির শেখের। এরপরে বেশ কয়েকটি ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন তিনি। মহাভারতে অর্জুনের ভূমিকায় অভিনয় করার পর ইন্দোনেশিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। অর্জুনের অবতারে দূর্দান্ত অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন শাহির শেখ। দুটি ইন্দোনেশিয়ান ছবিতে অভিনয় করেন তিনি।