বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita Lokhande: চলতি বছরেই বিয়ে অঙ্কিতা লোখান্ডের, নায়িকার গোপন পরিকল্পনা ফাঁস করল সহ-অভিনেতা

Ankita Lokhande: চলতি বছরেই বিয়ে অঙ্কিতা লোখান্ডের, নায়িকার গোপন পরিকল্পনা ফাঁস করল সহ-অভিনেতা

অঙ্কিতা লোখান্ডে। (ছবি-ইনস্টাগ্রাম)

তবে কি, লুকিয়েই গাঁটছড়া বাঁধার পরিকল্পনায় আছেন অঙ্কিতা?

‘পবিত্র রিস্তা’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। আর ফের একবার ‘পবিত্র রিস্তা’রই শ্যুট করছেন। যদিও এবার ২.০ ভার্সন। জি ফাইভ অ্যাপে আসতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকের রিব্যুট ভার্সন। আর তার প্রচারেই উঠে এল এই গোপন কথা। জানা গেল, বিয়ের পরিকল্পনা করছেন অঙ্কিতা। 

মানব ও অর্চনার প্রেম ঘর করেছিল দর্শকদের মনে। তাই তো, প্রযোজক একতা কাপুর সুশান্তের মৃত্যুর পর ঠিক করেছিলেন বানাবেন ‘পবিত্র রিস্তা ২.০’। এখানে অর্চনার চরিত্রে অঙ্কিতা থাকলেও, মানবের চরিত্রে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জায়গায় দেখা মিলবে শাহির শেখের। এরমধ্যেই চ্যানেলের তরফে একাধিক প্রোমো সামনে আনা হয়ছে। যা নিয়ে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

মানবের ভূমিকায় শাহির।
মানবের ভূমিকায় শাহির।

সম্প্রতি শাহির ও অঙ্কিতা ব্যস্ত তাঁদের নতুন ধারাবাহিকের প্রোমোশনে। আর সেরকম এক সময়তেই বলিউড হাঙ্গামার তরফে যখন অঙ্কিতার কাছে জানতে চাওয়া হয় তাঁর পরবর্তী পরিকল্পনা, নায়িকা জানান, ‘এই ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত আর কোনও পরিকল্পনা নেই তাঁর।’ আর ঠিক তখনই শাহির বলে বসেন, ‘মোটেই না! তুমি তো বিয়ে করছ।’

ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য তখনই শাহিরকে থামিয়ে দিতে দেখা যায় অঙ্কিতাকে, ‘চুপ করো শাহির, তুমি কি পাগল হলে? একদম চুপ করে থাকো। না, এরকম কিছু এখনও ঠিক হয়নি’! পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে শাহিরকে বলতে শোনা যায়, ‘সত্যি আমার কোনও ধারণা নেই। এই গোটা ব্যাপারটা মুছে ফেলা যায় না?’

বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে আছেন অঙ্কিতা। বিয়ে যে করবেন ভিকিকে সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘বিয়ে একটা খুব সুন্দর ব্যাপার। আমার বেশ ভালো লাগে বিয়ের সমস্ত কিছু। রাজস্থানি স্টাইলে বিয়ে করার ইচ্ছে আছে। যদিও এখনও কিছু ঠিক করিনি। হয়তো খুব জলদিই বিয়ে করব।’

বন্ধ করুন