করোনা আক্রান্ত হয়েছিলেন। ভেন্টিলেশনে ছিলেন ‘পবিত্র রিশতা ২’-এর অভিনেতা শাহির শেখের বাবা। বুধবার মধ্য রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখনই টেলি অভিনেতা আলি গনি টুইট শাহিরের বাবার মৃত্যু সংবাদ দিয়েছেন।
আলি গনি টুইট এদিন টুইট করে জানান, ‘কাকুর বিদেহী আত্মা শান্তি কামনা করি। শক্ত থেকো ভাই শাহির শেখ।’ এখান থেকে জানা যায়, শাহিরের বাবা প্রয়াত।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সংকট জনক অবস্থায় ছিলেন অভিনেতার বাবা। এদিন নিজের বাবার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেতা শাহির শেখ। অভিনেতা তাঁর বাবার একটি ছবি দিয়ে টুইটারে লিখেছিলেন, ‘বাবা ভেন্টিলেশনে। কোভিডে আক্রান্ত। দয়া করে তাঁর জন্য প্রার্থনা করুন আপনারা।’ ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং শাহির-ভক্তরা তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। এর পরদিনই অভিনেতার বাবার চলে যাওয়ার খবর আসে।
গত বছর সেপ্টেম্বর মাসে বাবা হন শাহির। তাঁর স্ত্রী এবং প্রযোজক রুচিকা কাপুরের কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। অভিনেতার বাবার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।