অ্যানিমাল ছবিতে মাত্র কয়েক মিনিটের উপস্থিতি ভাগ্য বদলে দিয়েছে তৃপ্তি দিমরির। এখন গোটা দেশের নতুন ক্রাশ ‘ভাবি ২’। তাঁকে দেখে শুধু ভিকি কৌশল নন, সব পুরুষ হৃদয়ই বলে উঠছে ‘তওবা তওবা’। এবার শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের সঙ্গী হতে চলেছেন তৃপ্তি। চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা সমর্থিত একটি নতুন ছবিতে ফিরছে ‘হায়দার’, ‘কমিনে’র মতো সুপারহিট ছবির পরিচালক-অভিনেতা জুটি। সেখানেই প্রথমবারের জন্য শাহিদ কাপুরের নায়িকা হতে চলেছেন তৃপ্তি।
শুটিং শুরু করার জন্য আর তর সইছে না শাহিদ
এদিন ইনস্টাগ্রামে শাহিদ লেখেন, এই ছবির শ্যুটিং শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না... বিশাল ভরদ্বাজ, সাজিদ নাদিয়াদওয়ালা, তৃপ্তি দিমরি। ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে জানান, ‘আমি প্রতিভাবান পরিচালক, আমার প্রিয় বন্ধু বিশাল ভরদ্বাজ এবং অসাধারণ পাওয়ার হাউস অভিনেতা শাহিদ কাপুরের সাথে বাহিনীতে যোগ দিতে পেরে রোমাঞ্চিত! আমাদের পরিবারে প্রতিভাধর তৃপ্তি ডিমরিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত!’
শাহিদ ও বিশাল ভরদ্বাজ জুটিকে দর্শক প্রথম দেখেছে কমিনে (২০০৯) ছবিতে। যা বহুল সমালোচিত একটি ছবি। পরবর্তীতে হায়দারও (২০১৪) তুমুল সারা ফেলে। যদিও এই জুটির শেষ ছবি রেঙ্গুন সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।
শাহিদকে শেষবার কৃতি শ্যাননের সাথে তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া (২০২৪) ছবিতে দেখা গিয়েছিল। ছবিতে শাহিদ একজন রোবট বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন, যে এক রোবটে প্রেমে পড়ে যায়। ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এই ছবি।
তৃপ্তিকে সর্বশেষ ভিকি কৌশলের সাথে ব্যাড নিউজ ছবিতে দেখা গিয়েছিল। তৃপ্তি ভুল ভুলাইয়া থ্রি-তে কাজ করছেন এবং সম্প্রতি হরর-কমেডির শুটিং শেষ করেছেন। এই ছবিতে প্রথমবার কার্তিক আরিয়ানের নায়িকা হিসাবে দেখা মিলবে তৃপ্তির। আগামী ১ নভেম্বর মুক্তি পাবে হরর-কমেডিটি। সব মিলিয়ে তৃপ্তির কেরিয়ার এখন তুঙ্গে!