বাংলা নিউজ > বায়োস্কোপ > ইউরোপ ট্রিপে কুণাল, শাহিদ, ইশানরা! ‘কত খরচ পড়ল?’, প্রশ্ন নেটিজেনের

ইউরোপ ট্রিপে কুণাল, শাহিদ, ইশানরা! ‘কত খরচ পড়ল?’, প্রশ্ন নেটিজেনের

ইউরোপে বাইক ট্রিপে কুণাল, শাহিদ, ইশানরা!

ট্রিপ কেমন কাটছে শাহিদ, কুণালদের? ছবি শেয়ার করে দিলেন আপডেট।

ইউরোপে ছুটি কাটাচ্ছেন অভিনেতা কুণাল খেমু, শাহিদ কাপুর, ইশান খট্টর এবং ব্লগার সুবেধ লোহিয়া। ত্রয়ী তাঁদের ভ্রমণের ছবি এবং ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ‘Euro Biking Trip 2022’-এর জন্য ইউরোপে বাইক ট্রিপে গিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করে কুণাল খেমু লিখেছেন, ‘কুল লাগছে আমাদের, পরে পুনরাবৃত্তি হতে পারে।’ ছবিতে কুণাল, শাহিদ, ইশানের বন্ধুদের দেখা গিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে পোজ দিয়েছেন তাঁরা। ব্রোম্যান্সের ছবিতে ভালোবাসা উজাড় করেছেন ভক্তরা। এক ভক্ত ছবি দেখে মন্তব্য করেছেন, ‘বলিউডের গ্যাং’। কেউ লিখেছেন, ‘একটার থেকে আরও একটা দুর্দান্ত জুতো সাজিয়ে রাখা।’ এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘বন্ধু কত খরচ পড়ল ট্রিপে?’ আরও পড়ুন: ইউরোপে বাইক ট্রিপে কুণাল, শাহিদ, ইশানরা! নেটিজেনের মন্তব্য, ‘বলিউডের গ্যাং’

কুণাল বৃহস্পতিবার গ্রুপের একটি ছবিও শেয়ার করেছিলেন এবং ক্যাপশন দিয়েছিলেন, 'ফ্রেমে ফিট।'

কুণালকে শেষ দেখা গিয়েছিল ২০২০ সালের ‘লুটকেস’ ছবিতে। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘কাঞ্জুস মক্কিচুস' এবং ‘মালাং ২’-এ। তাকে Zee5-এর শো ‘অভয়’-তেও দেখা গিয়েছে। সদ্য স্ত্রী সোহা আলি খানের সহযোগে শিশুদের জন্য প্রথম বই প্রকাশ করেছেন কুণাল খেমু। ‘ইন্নি এন্ড বোবো’ নামে বইটি সোহা এবং কুণালের চার বছরের মেয়ে ইনায়া নাওমি খেমু এবং তার নতুন ছোট কুকুরছানা বোবোর মধ্যে সম্পর্কের গল্প।

ইশানকে পরবর্তীতে দেখা যাবে 'পিপ্পা' ছবিতে। শহিদকে শেষ দেখা গিয়েছিল ‘জার্সি’তে, যেখানে মৃণাল ঠাকুরও অভিনয় করেছেন। রাজ ও ডিকে পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিয়ো ‘ফারজি’তে দেখা যাবে তাঁকে।

বন্ধ করুন