বলিউডের অন্যতম হেভিওয়েট প্রযোজকদের তালিকায় ওপরের দিকে নাম ঘোরাফেরা করে রনি স্ক্রুওয়ালার। ' ইউটিভি মোশন পিকচার্স ', 'আরএসভিপি ' এর মতো প্রখ্যাত ছবি প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার তিনি। সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।ছবিতে দেখা যাচ্ছে গাছপালা,পাহাড়ি টিলা ঘেরা দারুণ সুন্দর এক জায়গায়বাড়ির বারান্দায় আরাম কেদারায় আলগোছে বসে সময় কাটাচ্ছেন তিনি। আর তাঁর পায়ের ওপর কুন্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে পোষা কুকুর। ছবির জন্য উপযুক্ত ক্যাপশন দিতে নিজের ফলোয়ারদের কাছে অনুরোধ রাখেন তিনি। এরপরেই ছবির কমেন্ট বক্স ভরে উঠতে থাকতে রঙ-বিরঙ্গি ক্যাপশনে। নেটিজেনদের পাশাপাশি ছবির জন্য ক্যাপশন লিখতে দেখা গেছে শাহিদ কাপুর, কঙ্গনা রানাওয়াত সহ একাধিক বলি-তারকাদেরও।
শাহিদের কমেন্ট,' আগে চটপট পড়ে থাকা পেঁপের টুকরোটা শেষ করে ফ্যালো!' শাহিদের এহেন মজাদার কমেন্টের পিছনে কারণ হল ওই ছবিতে দেখা যাচ্ছে রনি স্ক্রুওয়ালার আরাম কেদারার ওপর রাখা বাটির মধ্যে পরে রয়েছে দু'এক টুকরো পেঁপে। অন্যদিকে,স্মাইলি ইমোজি দিয়ে কঙ্গনা লিখেছেন,' আরে,এই করোনাটা যে কবে যাবে?'
প্রসঙ্গত,রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ' তেজস ' ছবিতে মুখ্যভূমিকায় কঙ্গনাকে দেখতে পাবে দর্শকেরদল। পাশাপাশি অভিনেতা গুরমিত চৌধুরীর ক্যাপশন সাজেস্ট, ' আমার প্রিয় বন্ধু পাশেই রয়েছে,তাই আর কাউকে দরকার নেই। ' ' বাধাই হো ' খ্যাত অভিনেতা গজরাজ রাওয়ের সংযোজন,' লাভ পার স্কোয়্যার ফিট !'