বাংলা নিউজ > বায়োস্কোপ > মুম্বইয়ে সাগরমুখী ডুপ্লেক্স শাহিদের, বেড়ু বেড়ু করতে এসেছেন ইশান! দেখুন ছবি

মুম্বইয়ে সাগরমুখী ডুপ্লেক্স শাহিদের, বেড়ু বেড়ু করতে এসেছেন ইশান! দেখুন ছবি

শাহিদ কাপুর-ইশান খট্টর (ছবি ইনস্টাগ্রাম)

শাহিদের ডুপ্লেক্স থেকে দেখা যায় আরব সাগরের অসাধারণ ভিউ। দেখুন সেই ছবি-

মুম্বইয়ে সাগরমুখী বিলাশবহুল ডুপ্লেক্স রয়েছে অভিনেতা শাহিদ কাপুরের। তাঁর বাড়িতে সময় কাটাতে এসেছে ভাই ইশান খট্টর। দুই ভাইয় একসঙ্গে ছবি শেয়ার করেন ইশান, নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে। 

নিজের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহিদ। ভিডিয়োতে চোখে বড় ফ্রেমের চশমা, গলায় ঝুলছে মাস্ক, সাদা টি-শার্ট পরে ধরা দিয়েছেন অভিনেতা। বাড়ির অন্দর থেকে সমুদ্রের ভিউ উঠে আসছে তাঁর ভিডিয়োতে। এদিন ইনস্টাগ্রামে নিজের আরো একটি ছবি শেয়ার করেন শাহিদ। ক্যাপশনে লেখা, ‘এত স্বচ্ছ বাতাস কখনো উপভোগ করিনি.. জীবন ... আমরা সবসময় হারিয়ে যাওয়াটা জিনিসটাকে সবচেয়ে বেশি ভালবাসি’।

এদিন ইশান খট্টরকে বড় দাদা শাহিদ কাপুরের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেছে। সবুজ টি-শার্ট পরে ধরা দিয়েছে ইশান। গলায় মাস্ক ঝুলতে তাঁর। বহুদিন পর একসঙ্গে ছবি দেখা গেল দুই ভাইয়ের।

রিপোর্ট বলছে ২০১৮ সালে প্রায় ৫৬ কোটি টাকা দিয়ে বাংলো কিনেছেন অভিনেতা শাহিদ কাপুর। ডুপ্লেক্সের সরকারি রেজিস্ট্রেশন খরচ বাবদ প্রায় ২ কোটি ৯১ লক্ষ টাকা লেগেছে শাহিদের। অভিনতার বিল্ডিংয়ের নাম ‘Three Sixty West’। ৪২ এবং ৪৩ তলে থাকেন অভিনেতা। 

২০১৮ সালের ১২ জুলাই শাহিদ পঙ্কজ কাপুর এবং মীরা রাজপুত কাপুর নামে তাঁদের বাড়ির রেজিস্ট্রেশন হয়। পাশাপাশি বিল্ডিংয়ের ছয়টি পার্কিং স্পট রয়েছে দম্পতির।

 

 

বন্ধ করুন