শাহিদ কাপুর বলিউডের সেই অভিনেতাদের মধ্যে একজন যারা বড় পর্দার অভিনেতা হওয়া সত্ত্বেও সদ্য ওটিপি প্লাটফর্মে আত্মপ্রকাশ করেছেন। ২০২৩ সালে ফরজি নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন শাহিদ। ডিজিটাল প্ল্যাটফর্ম নাকি বড় পর্দা, কাজের ক্ষেত্রে কাকে আগে রাখতে চান তিনি?
২০২৩ সালে বিজয় সেতুপতির বিপরীতে ফরজি নামক ওয়েব সিরিজে কাজ করেছিলেন শাহিদ কাপুর। বলা চলে, এই ওয়েব সিরিজের হাত ধরেই তিনি প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পদার্পণ করেছিলেন। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও দুর্দান্ত সাড়া পেয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিরা যে সব পোশাক পরেন তার ৯৯ শতাংশই হয় ধার করা: লারা দত্ত
সম্প্রতি এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ওটিটি প্ল্যাটফর্ম সকলকেই একটি ভিন্ন কাজের সুযোগ করে দেয়। একজন সৃজনশীল ব্যক্তি এবং একজন শিল্পী হিসাবে আপনার উচিত ডিজিটাল প্লাটফর্মে কাজ করা। বড় পর্দা এবং ডিজিটাল প্লাটফর্ম, দুদিকেই ভারসাম্য রেখে কাজ করা যায়।
অভিনেতা আরও বলেন, একজন অভিনেতা হিসেবে এই ওয়েব সিরিজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক নতুন দর্শক আমাকে ভালোবেসেছে। আমি মনে করি আপনি যদি ভারসাম্য নিয়ে কাজ করতে পারেন তাহলে খুব ভালো। তবে খুব বেশি ওটিটি প্লাটফর্মে কাজ করা উচিত নয়। আপনি যদি একজন বড় পর্দার অভিনেতা হন এবং একটানা ডিজিটাল প্লাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় পর্দায় কাজ পাওয়া সমস্যাজনক হতে পারে।
আরও পড়ুন: ‘কি সব বৈদিক মত, বিবাহ নিয়ে যে বেলেল্লাপনা..’., শ্বেতা-মল্লিকাকে খোঁচা ভাস্করের?
আরও পড়ুন: ডিভোর্সের ৩ বছর পার, কলকাতার মেয়েকে বিয়ে করলেন ব়্যাপার রাফতার, পাত্রীকে চিনুন
প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তিপ্রাপ্ত ফর্জি ওয়েব সিরিজে শাহিদের সঙ্গে অভিনয় করেছিলেন কে কে মেনন, ভুবন আরোরা, বিজয় সেতুপতি।
সম্প্রতি আসন্ন সিনেমা দেবার প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত শাহিদ। এই সিনেমায় একজন রাগী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। মালায়ালাম পরিচালক রোশন অ্যান্ড্রুসের এই সিনেমার হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হল।