করিনা কাপুর খানের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। বলিউডের অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেক বেশি সুন্দরী হওয়া সত্ত্বেও কখনও বলিউডে কাজ করেনি মীরা। অফার পেয়েছেন অনেক, কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য সব অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাহিদ।
স্ক্রিনের সঙ্গে কথোপকথনের সময় শাহিদ বলেন, আমি মনে করি আমার যেমন নিজস্ব একটি ব্যক্তিত্ব আছে, মীরারও আছে। তবে এক সময় বাচ্চাদের দেখাশুনা করার জন্য ও অনেকটা সময় সংসারকে দিয়েছে। ও ছিল বলেই আমি আমার কেরিয়ারে উন্নতি করতে পেরেছি। ওকে ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই।
আরও পড়ুন: সেক্স সিম্বল থেকে সন্ন্যাসিনী! 'বাধ্য হয়ে' অভিনয়ে, ড্রাগ লর্ডকে বিয়ে করেন মমতা?
শাহিদ আরও বলেন, এখন বাচ্চারা বড় হয়ে গেছে। ওর কাছে এখন অনেক সময়। এখন ও একটা ব্যবসাও শুরু করেছে। তবে মা হিসেবে ওর দায়িত্ব সবসময় ও পালন করেছে। আমি ওর জন্য ভীষণ গর্বিত। ও শুধু আমার বন্ধু নয়, আমার সমস্ত যুদ্ধের সহযোদ্ধা। ওকে খুশি করতে পারলেই আমি খুশি।
বিয়ে প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি যখন ওকে বিয়ে করি তখন আমার মনে হয়েছিল আমাকে ওকে সামলাতে হবে। আমাদের যখন বিয়ে হয় তখন ওর ২০ বছর বয়স। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ওকে কীভাবে সামলাবো, সেই চিন্তাই করতাম আমি। কিন্তু এখন আমার মনে হয় ওই আমায় সামলেছে।
আরও পড়ুন: বেদাঙ্গের সঙ্গে সম্পর্কে সিলমোহর খুশির? 'প্রেমের প্রস্তাব…' যা বললেন শ্রীদেবী-কন্যা
প্রসঙ্গত, শাহিদ এবং মীরার বিয়ে পরিবারের তরফ থেকে ঠিক করা হলেও মীরাকে প্রথম দেখেই শাহিদের পছন্দ হয়ে যায়। দুজনের মধ্যে ১৩ বছরের পার্থক্য থাকা সত্ত্বেও একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে তাঁদের মধ্যে। ২০১৬ সালে প্রথম সন্তান এবং ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন মীরা। অনেকটা সময় সন্তানদের প্রতি পালন করতেই চলে যায়। তবে সন্তানের বড় হয়ে যাওয়ায় এবার ধীরে ধীরে নিজের একটি আলাদা জগত তৈরি করতে শুরু করেছেন শাহিদ ঘরণী।