বাড়িতে ডাকাতি আটকাতে গিয়ে সইফ আলি খানের ছুরিকাঘাতে জখম হওয়ার ঘটনা এখন সংবাদের শিরোনামে। অভিনেতা জখম হওয়ার পর তিনি যখন লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তখন শাহিদ কাপুর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সইফ। সইফ বাড়ি ফেরার পর এক সাক্ষাৎকারে শাহিদ এই ঘটনা প্রসঙ্গে আরও কিছু কথা বলেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ বলেন, ‘এটা যে কারও সঙ্গেই হতে পারে। কিন্তু, মুম্বই খুব নিরাপদ একটি শহর। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং আমরা সকলেই খুব অবাক হয়েছি এতে। এমন অনেক শহর রয়েছে যেখানে এই বিষয়গুলো ঘটেই থাকে, সেখানে এই সব ঘটনা ঘটা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এটা যে কারও সঙ্গেই হতে পারে। আমি বলব না যে সেলিব্রিটিরা সফট টার্গেট।’
আরও পড়ুন: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা
তিনি আরও বলেন, ‘অনেক মানুষ আছেন যাঁরা সম্ভবত একই রকম পরিস্থিতিতে পড়েন। এমনকি যদি এটি কোনও সাধারণ ব্যক্তির সঙ্গে ঘটে থাকে তাহলেও আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ সইফ একজন সেলিব্রিটি, তাই ওঁকে নিয়ে এত অলোচনা হচ্ছে। এটি অবশ্যই এমন একটি বিষয় যা আমাদের খতিয়ে দেখা উচিত। আবাসিক কমপ্লেক্সগুলিতে সত্যিই গুরুত্ব সহকারে সুরক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার। আমি নিশ্চিত যা ঘটেছে তাতে সবাই মর্মাহত। সইফ বাড়ি ফিরেছেন, ভালো আছেন দেখে আমরা সবাই খুশি।’
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ভোরে সইফের বাড়িতে ঘটনাটি ঘটে। অনুপ্রবেশকারীকে আটকাতে গিয়ে সইফ আহত হন। যখন ডাকাত আসে তখন সইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে নায়ক তাকে বাধা দিতে গেলে, তার সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সইফকে ছুরিকাঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা। তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়। ঘটনার পাঁচ দিন পর বাড়ি ফেরেন সইফ।
আরও পড়ুন: 'যাঁকে ভালো লেগেছে…' চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা
উল্লেখ্য, ২০১৭ সালে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহিদ ও সইফ। সইফ করিনাকে বিয়ে করেছেন। কিন্তু এই করিনার সঙ্গেই এক সময় সম্পর্কে জড়িয়ে ছিলেন শাহিদ।
কাজের সূত্রে, শাহিদকে আগামীতে 'দেবা' এবং বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে দেখা যাবে। সইফকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দেবারা: পার্ট ওয়ান’ ছবিতে।