শাহিদ কাপুর, ‘ইশক ভিশক’ থেকে শুরু করে 'কবির সিং, সব রকম চরিত্রই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। তবে এই সফলতা একদিনে আসেনি। এই সফলতার পেছনে ছিল কঠোর পরিশ্রম। এক সময় ভাড়া বাড়িতেও দিন কাটাতে হয়েছিল অভিনেতাকে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সমস্ত কথাই বললেন শাহিদ।
সাংবাদিক ফাহে ডিসুজার সঙ্গে কথোপকথনের সময় শাহিদ বলেন, ‘আমার বাবার সঙ্গে তখন ভালোই সম্পর্ক ছিল কিন্তু আমার ৩ বছর বয়স থেকেই আমি আমার মায়ের সঙ্গে ছিলাম। যখন ঈশানের জন্ম হয়, তখন আমার বয়স ১৪। আমার মা কাজ করা বন্ধ করে দেয় কারণ ঈশানের জন্মের সময় মায়ের বয়স ছিল ৩৬।’
আরও পড়ুন: ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! মাহির চেয়ে বয়সে কত ছোট তাঁর বউ?
আরও পড়ুন: অসুস্থ, রূপঙ্করের জন্মদিনেই হাসপাতালে ভর্তি গায়কের স্ত্রী , কী হয়েছে চৈতালী লাহিড়ির?
অভিনেতা বলেন, ‘দুই ছেলেকে নিয়ে একজন কর্মজীবী নারী হওয়া মায়ের পক্ষে সম্ভব ছিল না তাই মা কাজ ছেড়ে দেন। তখন আমিও ক্যারিয়ার নিয়ে ভীষণ লড়াই করছিলাম। তেমন কাজ পাচ্ছিলাম না আমি। সেই সময় ভাড়া বাড়িতেও থাকতে হয়েছিল মায়ের সঙ্গে।’
বাবার প্রসঙ্গে শাহিদ বলেন, ‘বাবার সঙ্গে তখন এমন ভালো সম্পর্কও ছিল না যে তাঁর থেকে পরামর্শ নিতাম। যদিও তিনি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরাই নিজেকে গুটিয়ে রেখে ছিলাম। পরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়।’
আরও পড়ুন: মমতার নির্দেশের পরেও তৈরি হয়নি কমিটি! ফেডারেশনের ‘দাদাগিরি’ রুখতে আইনি পথে পরিচালকদের সংগঠন
১৯৯৯ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ সিনেমায় একজন নৃত্যশিল্পী হিসাবে বলিউডে প্রবেশ করেছিলেন শাহিদ কাপুর। ঐশ্বর্য রাই বচ্চনের পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তারকাকে। ‘তাল’ সিনেমার মুক্তি ৪ বছর পর ‘ইশক ভিশক’ সিনেমার হাত ধরে নায়ক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে মিরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহিদ। ২০১৬ সালে কন্যা সন্তান নিশা এবং ২০১৮ সালে পুত্র সন্তান জেইনকে স্বাগত জানা নেই দম্পতি।