বাংলা নিউজ > বায়োস্কোপ > বিমানবন্দরে আটকানো হল শাহিদ-পত্নী মীরাকে, ব্যাগে ভরে এমন কী নিয়ে যাচ্ছিলেন?

বিমানবন্দরে আটকানো হল শাহিদ-পত্নী মীরাকে, ব্যাগে ভরে এমন কী নিয়ে যাচ্ছিলেন?

বিমানবন্দরে কেন আটকানো হল মীরা রাজপুতকে?

মীরা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন একটা মজার ঘটনা। ব্যাগে থাকা একটি বিশেষ জিনিসের জন্য বিমানবন্দরে আটকানো হল তাঁকে। 

প্রত্যক্ষভাবে বলিউডের অংশ না হলেও, মীরা রাজপুতের ফ্যান ফলোইং ইর্ষণীয়। সোশ্যাল মিডিয়াতেও রোজকার আপডেট দিতে ভোলেন না শাহিদ-ঘরণী। এবার যেমন মীরা শেয়ার করলেন এমন একটি ঘটনা যার জেরে তাঁকে বেশ অপদস্থ হতে হয়েছিল। বিমানবন্দরে মীরাকে আটকেছিলেন নিরাপত্তারক্ষীরা!

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা। যেখানে দেখা যাচ্ছে আচারের শিশি টেপ দিয়ে আটকে রাখা। আর তারপর ভরে রাখা জিপলক ব্যাগে। আর এই আচারের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাই শেয়ার করে নিলেন মীরা। লিখলেন, ‘যখন তোমাকে এয়ারপোর্টে আটকানো হয় ঘরে বানানো, ভালোবাসায় ভরা , শীত-স্পেশ্যাল ফুলকপি-শালগমের আচার।’ সঙ্গে জুড়লেন, ‘তুমি পাঞ্জাবি হলে এটা আরও ভালো করে বুঝবে।’ আর সবশেষে লিখলেন, ‘আর এরপর অফিসিলরা হেসে বলে আচার আছে… যেতে দাও।’

<p>মীরার ইনস্টা স্টোরি। </p>

মীরার ইনস্টা স্টোরি। 

বড়দিনের এক ঝলকও শেয়ার করে নিলেন মীরা সোশ্যাল মিডিয়ায়। শাহিদের সঙ্গে একটি সেলফি শেয়ার করে লিখলেন, ‘মেরি ক্রিসমাস আমার ও আমার সারা জীবনের সান্তার তরফ থেকে। আর আমাদের দুই এলফ ব্যস্ত নিজেদের উপহার খুলতে আর পাজামা নিয়ে।’

শাহিদকে ২০১৫ সালে বিয়ে করেন মীরা। ২০১৬ সালেই জন্ম হয় মেয়ে মিশার। এরপর ২০১৮ সালে শাহিদ-মিরার কোল আলো করে আসে ছেলে জৈন। চলতি বছরের জুলাই মাসে সাত বছরের বিবাহবার্ষীকি পালন করেছেন এই দম্পতি।

কাজের সূত্রে, শাহিদ কাপুরকে শেষ দেখা গিয়েছে জার্সি সিনেমায় ম্রূণাল ঠাকুরের সঙ্গে। যদিও তা বক্স অফিসে সেরকম কামাল করতে পারেনি। ২০২৩ সালে আরও বেশকয়েকটি নতুন প্রোজেক্টে দেখা মেলার কথা আছে শাহিদের।

 

বন্ধ করুন