ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ এবং অন্যতম একজন স্টার হলেন শাহিদ কাপুর। আপাতত অভিনেতা সিনেমা ‘দেবা’- এর প্রচারে ব্যস্ত, যেটি মুক্তি পাবে আগামী ৩১ জানুয়ারি। তবে এত নাম, এত খ্যাতি, তার সবই কি রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করার পর থেকে? শাহিদের খ্যাতি কি তাহলে কবির সিং এনে দিয়েছিল? কী বললেন শাহিদ?
সম্প্রতি রাজ শামানির পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহিদ বলেন, কবীর সিং মুক্তি পাওয়ার আগে আমার সঙ্গে এমন হয়েছিল। আমার মনে হত আমার মধ্যে যা কিছু আছে, তা অনেক কম। একজন শিল্পী বা একজন তারকা হিসাবে আমাকে অনেক ছোট করা হত। আমাকে এমন পরিস্থিতিতে ফেলা হত, যাতে আমার মনে হয় যে আমার মধ্যে অনেক কিছু কম রয়েছে। কিন্তু আমি কখনও এটা মেনে নিইনি।
আরও পড়ুন: পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কর! বিনোদন জগত থেকে আর কারা ২০২৫ সালের পদ্ম-প্রাপকের তালিকায়
আরও পড়ুন: ইসলামের টানে ছাড়েন অভিনয়, ৫-১০টা বাচ্চা চান সানা! ছেলের বয়স ২০ দিন হতেই করলেন বড় ঘোষণা
তিনি আরও বলেন, সবটাই তুলনা মনে হত তখন। যেমন ধরুন আপনি কোথাও গেছেন আপনার জামার সঙ্গে অন্য কারোর জামা তুলনা করা হয়েছে। এতে আপনারা যেমন দোষ নেই অন্য কারোরও তেমন দোষ নেই। ঠিক তেমনি অবস্থা ছিল আমার। না চাইতেই নিজেকে অন্যের থেকে কম মনে হত। তবে এটা অল্প সময়ের জন্যই ছিল। আমি নিজের সঙ্গে যুদ্ধ করে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি।
কবির সিং, সিনেমার আগে পদ্মাবত এবং রেঙ্গুন সিনেমায় অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। যদিও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন কবির সিং সিনেমায় অভিনয় করার পরেই। সিনেমাটি দক্ষিণী সিনেমার অনুকরণে তৈরি করা হলেও শাহিদের অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে।
আরও পড়ুন: ‘ঘর কি মুরগি ডাল বরাবর…’! বাবা নন, সিনেমা নিয়ে আলোচনা কার সঙ্গে করেন আমির-পুত্র
আরও পড়ুন: ‘আপনিও কি বিয়ের আগে…’, ইন্ডিয়ান আইডলে খোঁচা বাঙালি মানসীর, প্রেম জীবন নিয়ে কী ফাঁস অক্ষয়ের
প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি শাহিদ অভিনীত ‘দেবা’ সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ। শাহিদ ছাড়াও অভিনয় করবেন পূজা হেগড়ে, পাভেল গুলাটি, কুবরা সাইত সহ আরও অন্যান্যরা।