বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahid Kapoor on Mira Rajput: 'মহিলাদের কথা শোনা উচিত', ‘ফারজি’ শাহিদের প্রিয় বন্ধুই তাঁর সব থেকে বড় সমালোচক!

Shahid Kapoor on Mira Rajput: 'মহিলাদের কথা শোনা উচিত', ‘ফারজি’ শাহিদের প্রিয় বন্ধুই তাঁর সব থেকে বড় সমালোচক!

‘ফারজি’ শাহিদের প্রিয় বন্ধুই তাঁর সব থেকে বড় সমালোচক!

Shahid Kapoor on Mira Rajput: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ফারজি। দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে ছবিটি। কিন্তু তাঁর সব থেকে বড় সমালোচক, স্ত্রী মীরা কী বললেন? 

রাজ এবং ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ফারজির হাত ধরেই বলিউডে পা রাখলেন শাহিদ কাপুর। এতদিন বড়পর্দায় তিনি আপামর ভারতবাসীর মন জয় করেছেন। সেই একই ম্যাজিক তিনি এবার নিয়ে এলেন ওয়েব মাধ্যমেও। এই ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। এখানে শাহিদ কাপুর ছাড়াও বিজয় সেতুপতি, রাশি খান্না প্রমুখকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। এই ছবিটি দর্শকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে। আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা। জানালেন তাঁর কাছে সফলতা, সমালোচনা, ইত্যাদির অর্থ কী।

অভিনেতাকে যখন একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় সমালোচনাকে কীভাবে হ্যান্ডেল করা উচিত, তখন তিনি জানান, 'আমাদের সবাইকেই কম বেশি সমালোচনার মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয় আজকাল। আগে এমন কোনও প্ল্যাটফর্ম ছিল না। এখন আছে। ফলে অভিনেতা হিসেবে খুব সতর্ক থাকতে হয় যে কী পোস্ট করব আর কী নয়।'

যতই সাদরে সমালোচনাকে গ্রহণ করুন না কেন শাহিদ, যতই সোশ্যাল মিডিয়ায় আজকাল খোলাখুলি সমালোচনা চলুক না কেন, কীভাবে তিনি সেগুলোর মোকাবিলা করেন? কী জানালেন অভিনেতা? এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বন্ধুরা খোলাখুলি ভাবেই আমার সমালোচনা করে। আগে সমালোচনা শুনতে ভালো লাগত না। কিন্তু যত সময় যায়, যত অভিজ্ঞ হই, কনফিডেন্স আসে তত ভালোভাবে সমালোচনাকে নেওয়া যায়। এটা ভীষণ জরুরি, সমালোচনাকে গ্রহণ করতে হবে, সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু একই সঙ্গে দেখবেন সেটা যেন আপনাকে, আপনার সাহসকে নাড়িয়ে না দেয়। আমি এখন খুশি মনেই আমার সমালোচনা শুনি বিভিন্ন ধরনের মানুষের থেকে।'

কিন্তু কারা সব থেকে বেশি তাঁর সমালোচনা করেন? কারা অভিনেতার সব থেকে বড় সমালোচক? এই প্রশ্নের উত্তরে শাহিদ বলেন, 'পুরুষদের উচিত মহিলাদের কথা শোনা। আমি আর মীরা একে অন্যের খুব ভালো বন্ধু। শুধু তাই নয়। ও আমার সব থেকে বড় সমালোচকও বটে। মীরা বা ঈশান (খট্টর) কেউই আমায় রেয়াত করে না। ভুল হলেই খুঁত ধরে। আমি ওদের থেকে যতই বড় হই না কেন ওরা খুঁত ধরার সুযোগ পেলে সেটা মোটেই ছাড়ে না।'

ফারজি ওয়েব সিরিজটি গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এটি সমালোচক থেকে দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। একজন শিল্পী দ্রুত বড়লোক হতে গিয়ে নিখুঁত জাল নোট বানান। তারপর? এর উত্তরই ফারজি ছবি থেকে মিলবে।

বন্ধ করুন