অনলাইন পাইরেসির শিকার শাহিদ কাপুরের বহুল প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার ‘দেবা’। প্রায় ১ বছর পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় ফিরেছেন শাহিদ। আর তাঁর সেই 'দেবা' মুক্তি পাওয়ার ঠিক পরই ছবিটির হাই ডেফিনিশন (HD) প্রিন্ট পাইরেটেড সাইটগুলির মাধ্যমে অনলাইনে ফাঁস হয়ে যায়। আর এই ঘটনা যে বক্স অফিসে ছবির কালেকশনে প্রভাব ফেলবে সেকথা বলাই বাহুল্য।
‘দেবা’ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে ছবির নির্মাতাদের একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বক্স অফিস ট্র্যাকিং সাইটগুলি থেকে জানা যায়, ছবির অগ্রিম বুকিং থেকে আয় প্রায় ১-৩কোটি টাকা আয় কম হয়েছে। যদিও এরপরেও ছবিটি বক্স অফিসে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। তবে অস্বীকার করার জায়গা নেই ছবিটি অনলাইনে ফাঁস হওয়ার কারণে বক্স অফিসের ব্যবসায় সার্বিকভাবে প্রভাব ফেলবে।
দেবা অগ্রিম বুকিং
ফিল্ম সমালোচকরা আশা করেছিলেন, ছবিটি উদ্বোধনী দিনে অগ্রিম বুকিং থেকে বেশ ভালোই ফল করবে। তবে পরিসংখ্যান অবশ্য সেটা বলছে না। Sacnilk-এর দেওয়া তথ্য অনুসারে দেবা প্রথম দিনে অগ্রিম বুকিং করে মাত্র ১.৬৭ কোটি টাকা আয় করেছে। ছবিটি মুক্তির আগে দেশব্যাপী এক লাখেরও কম টিকিট বিক্রি হয়েছে, যা মোটেও আশাতীত ছিল না। যদিও শাহিদের দেবা কিন্তু একটা mass ( যাকে বলে কিনা মশালা মুভি) ফিল্ম। তাই আশা করা হচ্ছে, ছবিটি স্পট বুকিং-এ ঘুরে দাঁড়াবে। অর্থাৎ, অগ্রিম বুকিংয়ের সংখ্যা কম হওয়া সত্ত্বেও ৩১ জানুয়ারি দিনভর ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ছবিটির কাছে।
আরও পড়ুন-'ছাদের অনেক গোপন কথা রয়েছে, বড়দের প্রেমের গল্পও…', অকপট পাওলি
দেবা বক্স অফিস ডে ১:
তথ্য বলছে, দেবা মুক্তির দিন এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে ৫-৭ কোটি টাকা নেট আয় করেছে। যদিও এখনও পর্যন্ত দেবা- নিয়ে কোনও ফিল্ম সমালোচনা (রিভিউ) প্রকাশিত হয়নি। কারণ, কারণ ফিল্ম সমালোচকদের জন্য কোনও বিশষ ক্রিনিং-এর ব্যবস্থা করেননি নির্মাতারা। তবে অনেকেই বলছেন শাহিদ কাপুরের এই ছবির ওপেনিং কালেকশন ৬ কোটি টাকা হতে পারে। যদি তাই হয়, তাহলে 'দেবা'র ওপেনিং ডে কালেকশন শাহিদের শেষ হিট ছবি 'কবীর সিং'-এর এক-তৃতীয়াংশেরও কম হবে। প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গার কবীর সিং-২০১৯ সালে প্রথম দিনের থেকে প্রায় ২০ কোটি টাকা আয় করেছিল।
'দেবা'র জন্য আরও বড় অসম্মানের বিষয় হ'ল যদি এই পরিসংখ্যাটি মিলে যায়। তবে শাহিদের ছবি গত সপ্তাহে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর কাছে হেরে যাবে। মুক্তির সপ্তম দিনে বৃহস্পতিবার স্কাই ফোর্স আয় করেছে ৫.৫০ কোটি টাকা। শুক্রবার এটা আরও ভাল করবে বলে আশা করা হচ্ছে। Sacnilk-এর তথ্য অনুসারে ৩১ জানুয়ারি দুপুর পর্যন্ত স্কাই ফোর্স ৩১ লক্ষ টাকা আয় করেছে। আর দেবার আয় ৩২ লক্ষ টাকা।
দেবা
দেবা-র হাত ধরেই ছবি পরিচালনার দুনিয়ায় পা রাখছেন পরিচালক রোশন অ্যান্ড্রুজ। এই ছবিতে পূজা হেগড়ে এবং পাভেল গুলাটিও অভিনয় করেছেন। ছবিটি সাউন্ডট্র্যাক এবং মিউজিকাল স্কোর বানিয়েছেন জ্যাকস বেজয়। আর মিউজিক করেছেন বিশাল মিশ্র।