বাংলা নিউজ > বায়োস্কোপ > Bloody Daddy teaser: ‘অনেক রক্ত…’, প্রতিশোধের আগুন বুকে! শক্রুদের 'কাম তামাম' করবে ‘ব্লাডি ড্যাডি’ শাহিদ

Bloody Daddy teaser: ‘অনেক রক্ত…’, প্রতিশোধের আগুন বুকে! শক্রুদের 'কাম তামাম' করবে ‘ব্লাডি ড্যাডি’ শাহিদ

প্রকাশ্যে ব্লাডি ড্যাডির টিজার

Bloody Daddy teaser: কখনও ছুরি আবার কখনও বন্দুক হাতে একের পর এক গুণ্ডার খেল খতম করছেন শাহিদ কাপুর। ‘ব্লাডি ড্যাডি’ শাহিদের আগুন ঝরানো অ্যাকশনে বুঁদ নেটপাড়া, চলল জন উইকের সঙ্গে তুলনা। 

‘ফারজি’র পর নতুন চমক নিয়ে পর্দায় আসছেন শাহিদ কাপুর। এবার ‘ব্লাডি ড্যাডি’ অভিনেতা। পরিচালক আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিতে ফুটে উঠল শাহিদের ‘বীভৎস’ রূপ। কখনও ছুরি কখনও বন্দুক হাতে একের পর এক গুণ্ডার 'কাম তামাম' করছেন শাহিদ।

টিজারে দেখা গেল কালো স্যুটে একটা অন্ধকারাচ্ছন্ন হোটেলে প্রবেশ করেন শাহিদ। এরপর ছুরি হাতে একের পর এক গুণ্ডার ‘কাম তামাম’ করছেন তিনি। কখনও তাঁর হাতে উঠে আসছে বন্দুক। সেই দিয়েই শক্রু নিধনে মত্ত শাহিদ। বন্দুক। ব্যক্তিগত শোক পালটে দিয়েছে তাঁর গোটা জগত, সেই আভাসই মেলে টিজারে। সঙ্গে জানা গেল, অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে থাকা এই কাহিনিতে থাকবে মাফিয়া, পুলিশ, পরিবার এবং অনেক রক্ত! টিজারে দেখা মিলেছে সঞ্জয় কাপুর, ডায়না পেন্টি, রোহিত রায়, রাজীব খন্ডেলওয়ালদেরও।

টিজার শেয়ার করে শাহিদ লেখেন, ‘তৈরি হয়ে যান সিনেমা হলে সুন্দর সময় কাটাতে। ৯ই জুন ২০২৩-এ আসছে ব্লাডি ড্যাডি’। এই টিজার দেখে সোশ্যাল মিডিয়ায় নানা মুনির নানা মত। অনেকেই এই ছবির টিজার ও শাহিদের লুকের সঙ্গে অনেকেই কানু রিভিসের ‘জন রিক’-এর মিল খুঁজে পেয়েছে। একজন লেখেন, ‘রকি হ্যান্ডসাম আর জন উইকের মিশ্রণ লাগছে’। অপর এক নেটিজেন লেখেন, ‘কোটা পড়ে মারপিট করলেই কানু রিভস হওয়া যায় না.. মানে যা খুশি তাই’।

এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’-এর মতো অ্যাকশন ফিল্ম পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। প্রথমবার শাহিদের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের হটকে কিছু উপহার দেওয়ার চেষ্টায় পরিচালক। ‘কমিনে’ তারকা শাহিদের কথায়, ‘আমার অ্যাকশন ছবি করে দারুণ লাগল। বিশেষত আলির সঙ্গে কাজ করে দুর্দান্ত লেগেছে, মজা হয়েছে। এই জঁরটা ও খুব ভালো বোঝে'। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, 'ওটিটি-র জন্য যদি এই স্কেলে ছবি বানানো হয়, তাহলে বড় পর্দার ছবির ক্ষেত্রে কী হবে আমি জানি না।’

আরও পড়ুন- ‘টাকা দিয়ে মিশুককে লঞ্চ করব না, তবে…’, ছেলের টলিউড ডেবিউ নিয়ে অকপট প্রসেনজিৎ

জন উইকের সঙ্গে তুলনা চললেও ২০১১ সালে মুক্তি পাওয়া ফ্রেঞ্চ ছবি ‘Nuit Blanche’-র অফিসিয়্যাল রিমেক এই ছবি। বুধবার জিও স্টুডিও-র তারকাখচিত ইভেন্টে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখ। সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জিও সিনেমাতে মুক্তি পাবে এই ছবি।

 

 

 

বন্ধ করুন