শাহরুখ খানের সেন্স অব হিউমার নিয়ে কোনও প্রশ্নই থাকা উচিত নয়। রিল হোক বা রিয়েল, তাঁর একাধিক উত্তর আপনাকে হাসাতে বাধ্য করবে। টুইটারে তিনি ভক্তদের সঙ্গে আস্ক মি এনিথিং সেশন করছেন। সেখানে আবারও তিনি এক ভক্তকে মোক্ষম জবাব দিলেন। বেচারা 'খান' পরিবারের সঙ্গে ছবি দেখতে চেয়েছেন বলে বাদশাহ কিনা বলে দিলেন পরিবারের সঙ্গে দেখ!
আর কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা আর তারপরই পর্দায় পাঙ্গা নিতে আসছেন পাঠান শাহরুখ। তাঁর এই কামব্যাক ছবির জ্বরে আক্রান্ত আট থেকে আশি। দীর্ঘ ৪ বছর পর তাঁকে এই ছবিতে ফের পর্দায় দেখা যেতে চলেছে। ২০১৮ সালে শেষবার জিরো ছবিতে দেখা মিলেছিল তাঁর। এবার সোজা পাঠান ছবিতে। ছবি নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, যতই গোল বাঁধুক না কেন, আদতে যত ছবি মুক্তির দিন এগোচ্ছে ততই যেন পাঠান জ্বরে আক্রান্ত হচ্ছে গোটা দেশ।
পাঠান ছবির টিকিটের এতটাই চাহিদা যে বাংলার একাধিক নামী দামী হল, প্রিয়া থেকে আইনক্স, সিনেপলিস ইত্যাদি কোথাও অন্য কোনও ছবির দেখা মিলছে না! কেবলই পাঠানের রমরমা! তাও নাকি টিকিট দিয়ে কুলানো যাচ্ছে না এতটাই চাহিদা! বাধ্য হয়ে সকাল ৬টা থেকে প্রিমিয়াম শো শুরু করতে হচ্ছে দেশে।
এমতাবস্থায় টুইটারে ভক্তদের সঙ্গে আস্ক মি এনিথিং সেশনে মেতেছেন কিং খান। ভক্তদের একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন তিনি। মঙ্গলবার ২৪ জানুয়ারি তাঁকে এক ব্যক্তি প্রশ্ন করেন যে 'শাহরুখ খান আমি কি আপনার পরিবারের সঙ্গে ছবি দেখার উপযুক্ত?' এই প্রশ্নের উত্তরে শাহরুখ তাঁকে বলেন, 'আমি আমার পরিবারের সঙ্গে ছবি দেখি। তাই আশা করি তুমিও সেটা পারবে।'
এটাই প্রথম নয়। এর আগে একজন শাহরুখকে পাঠান ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট জোগাড় করে দিতে বলেছিলেন। তখন অভিনেতা তাঁকে সাফ জানান নিজের টিকিট নিজেকেই কাটতে হবে!
আগামী ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পাঠান। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। কিং খান এখানে র-এর এজেন্টের চরিত্রে অভিনয় করবেন।