বাংলা নিউজ > বায়োস্কোপ > অক্ষয়, সলমনদের ছাপিয়ে গেলেন, ‘পাঠান’-র জন্য শাহরুখ কত পারিশ্রমিক নিচ্ছেন, জানেন?

অক্ষয়, সলমনদের ছাপিয়ে গেলেন, ‘পাঠান’-র জন্য শাহরুখ কত পারিশ্রমিক নিচ্ছেন, জানেন?

শাহরুখ খান।

সকলকে পিছনে ফেলে এই মুহূর্তে ভারতীয় অভিনেতার মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান।

‘পাঠান’ ছবিটির জন্য শাহরুখ খান কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, সেই বিষয়়়ে কোনও ধারণা রয়েছে? এ বার সলমন খান, অক্ষয় কুমারদের ছাপিয়ে গেলেন কিং খান। ‘পাঠান’ ছবির জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্কটা ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে এই মুহূর্তে শাহরুখই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

উমের সান্ধু, যিনি একাধারে জনপ্রিয় ফিল্ম বিশেষজ্ঞ, মুভি পিআর এবং মার্কেটিং এক্সপার্ট, তিনি টুইটে লিখেছেন, ভারতীয় অভিনেতাদের মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ বেতনভোগী কিং খান। পিছনে ফেলে দিয়েছেন আমির খান, সলমন খান, অক্ষয় কুমারদের।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’র শ্যুটিং গত বছর নভেম্বর থেকেই শুরু হয়েছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহম। অতিথিশিল্পী হিসেবে সলমন খানকেও এই ছবিতে দেখা যাবে। মুম্বই ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হওয়ার কথা।

অভিনয়ের পাশাপাশি শাহরুখের প্রযোজনা সংস্থাও রয়েছে। শাহরুখ এবং গৌরী খানের ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’র প্রযোজনায় খুব শীঘ্রই আসছে ‘ডার্লিংস'। ১ মার্চই শাহরুখ নিজের ইনস্টাগ্রামে এই ছবির নাম ঘোষণা করেছিলেনে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাটকে নতুন ভূমিকায় দেখা যাবে। সহ-প্রযোজক হিসেবে নাম লিখিয়ে ফেললেন আলিয়া।

বায়োস্কোপ খবর

Latest News

কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.