'পাঠান' মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি, এর মধ্যে ছবিটি দেখেননি এমন সিনেমাপ্রেমী খুব কম লোকজনই রয়েছেন। তবে তারপরেও অনেকেই রয়েছেন যাঁরা এখনও ছবিটা দেখে উঠতে পারেননি। আবার এমন লোকজনও রয়েছেন যাঁরা আবারও ছবিটি দেখতে চাইছেন। তাঁদের জন্য রয়েছে বিশেষ সুখবর। এবার বাড়িতে বসেই দেখে নিতে পারবেন 'পাঠান'। কীভাবে দেখবেন, তা হয়ত অনেকেই আন্দাজ করতে পারছেন।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, OTT। ঠিকই ধরেছেন আপনারা। ২২ মার্চ ওটিটি-র পর্দায় মুক্তি পাচ্ছে পাঠান। যদিও নির্মাতাদের তরফে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে, তা এখনও সামনে আসেনি। ছবির ডিলিটেড দৃশ্যগুলিও ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হবে, যদিও সেটা নির্মাতাদের নিজস্ব ওয়েসাইটেও মুক্তি পাবে বলে খবর। ১৫ মার্চ-শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, আশুতোষ রানা অভিনীত 'পাঠান'-এর ৫০ দিন পূর্ণ হল।
বক্স অফিসে ৫০দিন পূর্ণ করার পরও একইভাবে বক্স অফিসে রাজত্ব করে চলেছে ছবিটি। এখনও পর্যন্ত তামিল, তেলগু, হিন্দি মিলিয়ে দেশের বাজারে ছবিটির বক্স অফিস কালেকশন 6৫০ কোটিরও বেশি। গোটা বিশ্বের বক্স অফিস কলেকশন মিলিয়ে এই ছবির বক্স অফিস কালেকশন ১হাজার ৪৩ কোটি ছাড়িয়েছে।
২০১৮-তে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি 'জিরো'। যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে শুধু 'জিরো'-ই নয়, তার আগেও শাহরুখের আরও বেশকিছু ছবি মুখ থুবড়ে পড়েছিল। তবে তারপর বেশ কয়েকবছর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন ‘কিং খান’। প্রায় ৫ বছর বাদে ফিরে শাহরুখ যেভাবে ঝড় তুলেছেন, একের পর এক রেকর্ড ভেঙেছেন, তাতে সকলেই বিস্মিত! অনেকেই বলছেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৪ নম্বর ছবি হল ‘পাঠান’। যশরাজের স্পাই ইউনিভআর্সের প্রায় সফ ছবিই বক্স অফিসে সুপারহিট। সেই তালিকা এবার যুক্ত হয়েছে বাদশার 'পাঠান'। এর আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিগুলি হল 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', ‘ওয়ার’, আর তারপরই মুক্তি পেল 'পাঠান'। খুব শীঘ্রই মুক্তি পাবে 'টাইগার থ্রি'।