শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল, এই তিনটি কথা যেন সমান্তরালে চলে। ২০২৪ সালে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স, তাই আনন্দ আরও দ্বিগুণ। তবে জানলে হয়তো অবাক হয়ে যাবেন, যে দলের নাম উচ্চারণ করলেই শাহরুখ খানের কথা মনে পড়ে যায়, এই কলকাতা নাইট রাইডার্স নাকি প্রথম পছন্দ ছিল না শাহরুখের?
সম্প্রতি রাজ শামানির একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন ললিত মোদী। রাজ শামানির সাথে আলাপচারিতায় তিনি বলেন, ‘আইপিএল টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল, তখন শাহরুখ মুম্বাই এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইসির জন্য বেশি আগ্রহী ছিলেন। কিন্তু নিলামে অন্যদের সঙ্গে পেরে ওঠেননি তিনি। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স নিয়েই সন্তুষ্ট থাকেন শাহরুখ।’
আরও পড়ুন: 'ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়', কনসার্টে ভক্তদের বকা দিয়ে কেন এমন বললেন রূপম?
আরও পড়ুন: ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলা গান শুভজিতের, মন জিতলেন মহেশ ভাটের, জয়ের পূর্বাভাস বাদশার
ললিত বলেন, ‘শাহরুখের প্রথম পছন্দ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুকেশ আম্বানির সঙ্গে পেরে ওঠেননি বাদশা, দ্বিতীয় পছন্দ ব্যাঙ্গালুরু হলেও বিজয় মালিয়া সেটি কেড়ে নেন। তৃতীয় পছন্দ ছিল দিল্লি কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যায়। অবশেষে কলকাতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।’
ললিতের কথায়, শাহরুখ ৭০ থেকে ৮০ মিলিয়ন বিড করেছিলেন, কিন্তু ওই দলগুলির বিডিং প্রাইস ছিল ১০০ মিলিয়নের ওপরে, যেখানে কলকাতার প্রাইজ ছিল ৮৫ থেকে ৮৭ মিলিয়ন। শাহরুখ এবং জুহি চাওলা তাই ৫৭০ কোটি টাকার বিনিময়ে কলকাতাই কিনে নেন শেষ পর্যন্ত।
আরও পড়ুন: অনীক-আরাত্রিকা দিদি নম্বর ১-এ, সারেগামাপায় সবচেয়ে প্রিয় জাভেদ, রাগী হিসেবে কোন বিচারকের নাম?
ললিত বলেন, ‘তবে শাহরুখ যে দলই কিনুন না কেন, আইপিএলকে কীভাবে বিনোদনমূলক করতে হয় তা তিনি খুব ভালোভাবেই জানেন। বড় বড় সুপারস্টাররা আইপিএল দেখতে আসেন শুধুমাত্র শাহরুখকে দেখার জন্য। শুধু তাই নয়, বেশিরভাগ মহিলা এবং ছোট ছোট শিশুরা শাহরুখকে দেখার জন্য আইপিএল দেখতে আসেন। যেখানে টুর্নামেন্টের ভিউয়ারশিপ ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেখানে আইপিএল টুর্নামেন্টের সাফল্যে শাহরুখের অবদান সত্যি অনস্বীকার্য।’