দলীপ তাহিল, বলিউডের এমন একজন অভিনেতা যিনি কখনও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন কখনও আবার কমেডির চরিত্রে। কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। শাহরুখ থেকে হৃতিক, সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রবীণ এই অভিনেতা শাহরুখ এবং হৃতিক, এই দুই তারকার তুলনা প্রসঙ্গে বলেছেন কিছু কথা।
সম্প্রতি নিউজ ৯ লাইভের সঙ্গে একটি সাক্ষাৎকারে দলীপ বলেন, প্রত্যেক অভিনেতার যাত্রা আলাদা। প্রত্যেকের যেমন কিছু গুণ রয়েছে, তেমন দুর্বলতাও রয়েছে। তবে শাহরুখ এবং হৃতিক দুজনের যাত্রা একেবারেই ভিন্ন। একজন ধীরে ধীরে খ্যাতি অর্জন করেছেন অন্যজন প্রথম সিনেমাতেই সেই খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। একদিকে যেমন শাহরুখ ১৯৯২ সালে বলিউডে আত্মপ্রকাশ করলেও সাফল্য আসে ১৯৯৫ সালে। অন্যদিকে হৃতিক ২০০০ সালে বলিউডের আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই সফল হন। দুজনের মধ্যে শুধু এটাই বড় পার্থক্য।
আরও পড়ুন: চূড়ান্ত ন্যাকামি! মিশমির জন্য নাকি সাধের চুল বলিদান দিয়ে দেবেন প্রিয়াংশু!
অভিনেতা বলেন, শাহরুখ ‘দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু এই সিনেমার আগেও বেশ কয়েকটি সিনেমা যেমন ‘বাজিগর’, ‘ডর,’ ‘দিওয়ানা’ অনেক বড় হিট ছিল। এর মধ্যে বাজিগরে আমি নিজেও কাজ করেছি শাহরুখের সঙ্গে। কিন্তু জনপ্রিয়তা এসেছে বেশ কয়েকটি সিনেমার পর। অন্যদিকে হৃতিক প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’-এর হাত ধরেই জনপ্রিয় হয়েছিলেন। যদিও ওই সিনেমাতেও আমি অভিনয় করেছিলাম।
গত বছর থেকেই বেশ কিছু পুরনো সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে বড়পর্দায়। একদিকে যেমন ‘করণ অর্জুন’ বড়পর্দায় মুক্তি পায় তেমন অন্যদিকে গত ১০ জানুয়ারি মুক্তি পায় ‘কহো না পেয়ার হ্যায়’। পুরনো সিনেমার রি-রিলিজ প্রসঙ্গে কথা বলতে গিয়েই উঠে আসে শাহরুখ খান এবং হৃতিক রোশন প্রসঙ্গ।
আরও পড়ুন: একসময় ছোট পোশাকে ঝড় তুলতেন এই অভিনেত্রী, এখন মহাকুম্ভের ভাইরাল সন্ন্যাসিনী, কী তাঁর পরিচয়
আরও পড়ুন: অনস্ক্রিন চুমু খেতে নারাজ মিমি? তাই কি সৃজিতের নতুন ছবির নায়িকা হচ্ছেন কৌশানি?
দলীপ নিজেও একজন বিশাল বড় তারকা। ১৯৭৪ সালে অঙ্কুর সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। ৪৮ বছরের ক্যারিয়ারে আমির খান এবং জুহি চাওলা অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ অভিনেতার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই সিনেমায় মাত্র ৩১ বছর বয়সে অবিবাহিত হয়েও তিনি বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।২০২৩ সালে IB71 সিনেমায় অভিনয় করেছেন দলীপ।