তিনি অনাথ, নিজের বাবা-মায়ের পরিচয় জানা নেই। কী তাঁর ধর্ম, তা একমাত্র ঈশ্বরই জানেন…। তবে তাঁর একটি 'পাঠান' পরিবার রয়েছে। সুদূর আফগানিস্তানে থাকা সেই 'পাঠান' পরিবার এবং এক পাঠান মায়ের সঙ্গে পর্দায় আলাপ করিয়েছেন শাহরুখ খান। জানিয়েছেন, আফগানিস্তানে ভারতীয় সেনাবাহিনীর হয়ে একটি অপারেশন চালানোর সময়ই তাঁদের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। জঙ্গিদের থেকে কিছু 'পাঠান' শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই কোমায় চলে গিয়েছিলেন। তখন ওই 'পাঠান' মা আর সেই পরিবারই তাঁকে সুস্থ করে তোলেন। তখন থেকে তিনি তাঁদের পরিবার মনে করেন।
সে তো গেল সিনেমার গল্প, তবে শাহরুখের এই পর্দার 'পাঠান' মায়ের আসল পরিচয় জানা আছে? এই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর আসল নাম নিখাত খান হেগড়ে। যিনি কিনা আমির খানের নিজের বোন। হ্যাঁ, নিখাতের তিন ভাই, ফারহাত খান আমির খান এবং ফয়জল খান। আমিরের বোন নিখাত-ই অভিনয় করেছেন আফগান মহিলার চরিত্রে। ছবিতে পাঠান শাহরুখের সঙ্গে আবেগঘন কিছু মুহূর্ত, কথাবার্তা রয়েছে। নিখাত খান হেগড়ে নিজেই তাঁর কিছু ভিডিয়ো ক্লিপ ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন।

'পাঠান'-এর দৃশ্য

নিখাত ও শাহরুখ
প্রসঙ্গত, গত বছর, ‘স্টার প্লাস শো’, ‘বান্নি চৌ হোম ডেলিভারি’ দিয়ে টেলিপর্দায় আত্মপ্রকাশ করেছেন নিখাত খান। ‘মিশন মঙ্গল’, ‘তানহাজি – দ্য আনসাং ওয়ারিয়র’, এবং ‘সান্ড কি আঁখ’-এর মতো ছবিতে কাজ করেছেন। আবার একজন প্রযোজক হিসাবেও ‘লাগান’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, এবং ‘তুম মেরে হো’ এর মতো ছবিতে কাজ করেছেন আমিরের বোন নিখাত।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া 'পাঠান' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহম, অ্যাকশন দৃশ্যে শাহরুখের সঙ্গী হয়েছেন ‘টাইগার’ সলমন। ছবি মুক্তির আগে সলমন খানে ক্যামিও করার কথা টেরও পায়নি কেউ।
বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির দিনই ছবিটা ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। হাজারও বিতর্কের পরও ‘বয়কট গ্যাং’-কে বুড়ো আঙুল দেখিয়ে আখেরে মুচকি হাসি হাসছেন শাহরুখ।