বাংলা নিউজ > বায়োস্কোপ > ফের বাজবে ম্যান্ডোলিনের সুর, ফিরছে রাজ-সিমরণের রোম্যান্স, ফের মুক্তি পাচ্ছে DDLJ

ফের বাজবে ম্যান্ডোলিনের সুর, ফিরছে রাজ-সিমরণের রোম্যান্স, ফের মুক্তি পাচ্ছে DDLJ

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে

যশরাজ ফিল্মসের তরফে জানানো হয় মোট ৩৭টি শহরে ফের 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ, নয়ডা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর ও ত্রিভান্দ্রম। 

দূর থেকে শোনা যাচ্ছে ম্যান্ডোলিনের সুর, সর্ষে ক্ষেতের উপর দিয়ে ছুটছেন সিমরন, অপর প্রান্তে রাজ। ৯ এর দশকে তরুণ-তরুণীদের মধ্যে এপ্রেমের স্মৃতি, নস্টালজিয়া বড়ই মধুর। দৃশ্যটি শাহরুখ-কাজলের সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র। ফের একবার বড়পর্দায় ফিরতে চলেছে পুরনো সেই নস্টালজিয়া, শাহরুখ-কাজলের রোম্যান্স…। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বড়পর্দায় আসতে চলেছে এই ছবি, যা থাকবে আগামী এক সপ্তাহের জন্য।

সম্প্রতি'পাঠান'-এর পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে সিনেমাপ্রেমীদের জন্য এটা আরও একটা চমক। সাম্প্রতিক সময়ে শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'কে আরও একবার মুক্তি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত এই ছবিটিই যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালক হিসাবে প্রথম ছবি। ১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর এই ছবিটিই সবথেকে বেশিদিন ধরে সিনেমাহলে চলার রেকর্ড গড়েছিল। সেসময় দাঁড়িয়ে সবথেকে বেশি টাকার ব্যবসাও করেছিল এই ছবি। যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে দেশের মোট ৩৭টি শহরে আবারও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ, নয়ডা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর ও ত্রিভান্দ্রম। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে রাজ-পাঠান দুজনকেই সিনেমাহলে দেখার সুযোগ পাবেন শাহরুখ ভক্তরা।

<p>'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'</p>

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'

'যা সিমরণ যা তু জিলে আপনি জিন্দেগি' অমরিশ পুরির সেই ডায়ালগ, তারপর সিমরণের ইউরোপ সফরে যাওয়া রাজের প্রেমে পড়া, দেশে ফিরে সিমরণের বাবাকে রাজের রাজি করানো, শেষপর্যন্ত মিলন ছবির সেই সব দৃশ্য আজও বহু মানুষের স্মৃতিতে এখনও টাটকা। তার সঙ্গে যতীন-ললিতের 'দেখা তুঝে জানা সনম' সহ একাধিক জনপ্রিয় গান। তবে মুক্তির পর ২৭ বছর পর বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে শাহরুখের সেই 'লাভার বয়' ইমেজ কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার। 

বায়োস্কোপ খবর

Latest News

আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প বললেন আকাশ চোপড়া ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! তাই পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল… 'পুলিশ নিজের কাজ করেনি', সন্দীপ-অভিজিৎকে নিয়ে আদালতে বিস্ফোরক CBI যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে মানহানির নোটিশ বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী মহমেডান নয়, মোহনবাগানে এলেন রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.