দূর থেকে শোনা যাচ্ছে ম্যান্ডোলিনের সুর, সর্ষে ক্ষেতের উপর দিয়ে ছুটছেন সিমরন, অপর প্রান্তে রাজ। ৯ এর দশকে তরুণ-তরুণীদের মধ্যে এপ্রেমের স্মৃতি, নস্টালজিয়া বড়ই মধুর। দৃশ্যটি শাহরুখ-কাজলের সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র। ফের একবার বড়পর্দায় ফিরতে চলেছে পুরনো সেই নস্টালজিয়া, শাহরুখ-কাজলের রোম্যান্স…। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বড়পর্দায় আসতে চলেছে এই ছবি, যা থাকবে আগামী এক সপ্তাহের জন্য।
সম্প্রতি'পাঠান'-এর পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে সিনেমাপ্রেমীদের জন্য এটা আরও একটা চমক। সাম্প্রতিক সময়ে শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'কে আরও একবার মুক্তি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত এই ছবিটিই যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালক হিসাবে প্রথম ছবি। ১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর এই ছবিটিই সবথেকে বেশিদিন ধরে সিনেমাহলে চলার রেকর্ড গড়েছিল। সেসময় দাঁড়িয়ে সবথেকে বেশি টাকার ব্যবসাও করেছিল এই ছবি। যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে দেশের মোট ৩৭টি শহরে আবারও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ, নয়ডা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর ও ত্রিভান্দ্রম। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে রাজ-পাঠান দুজনকেই সিনেমাহলে দেখার সুযোগ পাবেন শাহরুখ ভক্তরা।
'যা সিমরণ যা তু জিলে আপনি জিন্দেগি' অমরিশ পুরির সেই ডায়ালগ, তারপর সিমরণের ইউরোপ সফরে যাওয়া রাজের প্রেমে পড়া, দেশে ফিরে সিমরণের বাবাকে রাজের রাজি করানো, শেষপর্যন্ত মিলন ছবির সেই সব দৃশ্য আজও বহু মানুষের স্মৃতিতে এখনও টাটকা। তার সঙ্গে যতীন-ললিতের 'দেখা তুঝে জানা সনম' সহ একাধিক জনপ্রিয় গান। তবে মুক্তির পর ২৭ বছর পর বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে শাহরুখের সেই 'লাভার বয়' ইমেজ কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।