বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahrukh-Jawan: অ্যাটলি 'জওয়ান-২' আনার স্বপ্ন দেখছেন! তবে 'না' বলে দিলেন শাহরুখ! কিন্তু কেন?

Shahrukh-Jawan: অ্যাটলি 'জওয়ান-২' আনার স্বপ্ন দেখছেন! তবে 'না' বলে দিলেন শাহরুখ! কিন্তু কেন?

শাহরুখ খান-অ্যাটলি কুমার

AskSRK সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২ বানানোটা আমার পক্ষে খুবই সহজ। এখনই যদি অ্যাটলিকে ফোন করে ছবি বানিয়ে নিতে পারি। এটাকে বেশ কী বলে ফ্যাঞ্চাইজি ফিল্ম। তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডাঙ্কি আসছে। এটা পাঠান, জওয়ান-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে।’

২০২৩ সাল যেন শাহরুখের জন্যই এসেছিল। 'পাঠান', ‘জওয়ান’, একই বছরে দু'দুটো ব্লকবাস্টার। আর 'জওয়ান' তো ছাপিয়ে গিয়েছে 'পাঠান'কেও। সকলেরই তাই প্রশ্ন কবে আসছে ‘জওয়ান ২’?

‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে ছবির ডায়ালগেও। ছবির শেষদৃশ্য়ে দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গিয়েছে বাদশার মুখে। তাহলে কি সত্যি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-র প্রস্তুতি নিচ্ছেন?‘এবার সবার সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা বার করব’, এমন সংলাপও শোনা গিয়েছে বাদশার মুখে। তাহলে কি সত্যি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-র প্রস্তুতি নিচ্ছেন? জন্মদিনেই এর উত্তরটা দিলেন কিং খান নিজেই।

‘জওয়ান ২’- আনার কথা বলতেই AskSRK সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২ বানানোটা আমার পক্ষে খুবই সহজ। আমি এখনই যদি অ্যাটলিকে ফোন করে ছবি বানিয়ে নিতে পারি। এটাকে বেশ কী বলে ফ্যাঞ্চাইজি ফিল্ম। তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডাঙ্কি আসছে। এই ছবিটা আপনাদের পাঠান, জওয়ান-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’

আরও পড়ুন-৯০-এর দশকে উদিত নারায়ণ ছিলেন তাঁর শত্রু! মুখ খুললেন কুমার শানু

আরও পড়ুন-'সেদিন হঠাৎ করেই জয়াকে বিয়েটা করে ফেলি', হঠাৎ কেন বললেন অমিতাভ!

আরও পড়ুন-'কাজ সেরে রাতে যখন ফিরি বাড়িটা যেন গিলতে আসে', স্ত্রী সোনালীর মৃত্যুর পর নিঃসঙ্গ শঙ্কর চক্রবর্তী

আরও পড়ুন-মানসিকভাবে বিপর্যস্ত! অকপট কঙ্গনা, শান্তি পেতে ছুটলেন শ্রী কৃষ্ণের দ্বারকায়

শাহরুখ না চাইলেও এর আগে যদিও 'জওয়ান-২' আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি। পিঙ্কভিলাকে দেওয়া আক সাক্ষাৎকারে এই দক্ষিণী পরিচালক বলেছিলেন, ‘বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চাই’। তাঁর কথায়, তিনি নিজে 'ড্যাডিস বয়'। 

সে যাই হোক, জন্মদিনে 'ডাঙ্কি' প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘প্রথমে রাজু স্যার (রাজকুমার হিরানি) ঠিকই করে ফেলেছিলেন, আমাদের ফিল্মের দুনিয়াটা সবাইকে দেখাবেন। তারপর আমি কী করছি, বা তাপসী কী করছেন! মানে কোন চরিত্র কী করছে দেখানো হবে ধীরে ধীরে। যদিও আমি বেশ ভালোই করেছি।’

প্রসঙ্গত, ২ নভেম্বর শাহরুখের ৫৮তম জন্মদিনেই সামনে এসেছে 'ডাঙ্কি'র টিজার। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ নভেম্বর। এই ছবি প্রসঙ্গে, রাজকুমার হিরানির সাফ কথা, 'এই ছবিতে কেউ নায়ক নন, চিত্রনাট্যই আসল নায়ক।'

বায়োস্কোপ খবর

Latest News

এম বিশ্বেশ্বরায় কে ছিলেন? কেন তাঁর জন্মদিনে পালন করা হয় ইঞ্জিনিয়ারস দিবস রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে? মুষলধারে বৃষ্টিতে মিরাটে বাড়ি ধসে মৃত ৯, ধ্বংসাবশেষে ১ জনের আটকে পড়ার আশঙ্কা বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান! মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা, তদন্তে নেমে বিক্ষোভের মুখে পুলিশ ‘বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করি…’! রান্নাঘরে ইন কনীনিকা, আউট সুদীপা অভিজিৎ মণ্ডল বেরোতেই চটি দেখিয়ে উঠল ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.