বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahrukh Khan: আরে শাহরুখ যে! ভরদুপুরে দিল্লির রাস্তায় এভাবে কেন ঘুরছেন! ‘ছোটা শাহরুখ’দেখে অবাক নেটপাড়া…

Shahrukh Khan: আরে শাহরুখ যে! ভরদুপুরে দিল্লির রাস্তায় এভাবে কেন ঘুরছেন! ‘ছোটা শাহরুখ’দেখে অবাক নেটপাড়া…

দিল্লিতে ডুব্লিকেট শাহরুখ

অবিকল শাহরুখের মতোই তাঁকে দেখতে। নেটপাড়ায় তাঁর নাম 'ছোটা শাহরুখ'। আসল নাম সূরজ কুমার। তাঁরই ভিডিয়ো দেখে চমকে গিয়েছিলেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘৯০-এর দশকের শাহরুখ খান’, কেউ লিখেছেন, ‘SRK-র প্রথম দিকের ভিডিয়ো।’ কারোর মন্তব্য, ‘srk-র ডুব্লিকেট’।

পরনে জিন্স, স্ট্রাইপ টি-শার্ট, বুট জুতো, আর চোখে রোদ চশমা। দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান! কিন্তু এভাবে ভরদুপুরে দিল্লিতে লোকালয়ে কেন ঘুরছেন শাহরুখ? নেট দুনিয়ায় উঠে আসা ভিডিয়ো দেখে চমকেই গিয়েছিলেন সকলে। প্রথমে দেখে অনেকেই ভেবেছিলেন হয়ত শ্যুটিং চলছে। কিন্তু শাহরুখের বয়সটা একধাক্কায় এতটা কমে গেল কীভাবে? তাহলে হয়ত পুরনো ভিডিয়ো। এসব ভাবনার মাঝে জানা গেল আসল ঘটনা।

ইনি নাকি শাহরুখ নন, অন্যকেউ। হ্যাঁ, অবিকল শাহরুখের মতোই তাঁকে দেখতে। নেটপাড়ায় তাঁর নাম 'ছোটা শাহরুখ'। আসল নাম সূরজ কুমার। তাঁরই ভিডিয়ো দেখে চমকে গিয়েছিলেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘৯০-এর দশকের শাহরুখ খান’, আরও এক ব্যক্তি লিখেছেন, ‘৯০-এর দশকে শাহরুখকে অবিকল এমনই দেখতে লাগত।’ কেউ লিখেছেন, ‘SRK-র প্রথম দিকের ভিডিয়ো।’ কারোর মন্তব্য, ‘srk-র ডুব্লিকেট’।

আরও পড়ুন-নওয়াজের সঙ্গে বিচ্ছেদ পাক্কা, তার আগেই নতুন প্রেমিক খুঁজে নিয়েছেন 'বেগম' আলিয়া, কে ইনি?

এদিকে এই নকল শাহরুখের ইনস্টা বায়ো বলছে, ‘তাঁর নাম সূরজ কুমার, আর তিনি কলকাতায় জন্মেছেন, তবে থাকেন ঝাড়খণ্ডে। সুরজ নিজেকে একজন শিল্পীও বলেও উল্লেখ করেছেন। লিখেছেন তিনি বিভিন্ন অনুষ্ঠান, ইভেন্টে পারফর্ম রে থাকেন। লিথেছেন, ’ইভেন্ট, শো, জন্মদিন, বিবাহ, পার্টির জন্য ডিএম।' ইনস্টাগ্রামে সূরজ ছবি ও ভিডিয়ো মিলিয়ে প্রায় ১৮০০ শো পোস্ট করেছেন। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১৬০ হাজার। ইনস্টাগ্রামে ভিডিয়োতে সূরজকেও।

আরও পড়ুন-'ওঁরা মানসিক নির্যাতন করতেন, মনে হত আত্মহত্যা করি', বিস্ফোরক TMKOC-র বাউরি

প্রসঙ্গত, শাহরুখের জন্ম দিল্লিতে। ৮০ এর দশকের শেষদিকে 'ফৌজি'র মতো টেলিভিশন সিরিজ দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন, ১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। শেষবার তাঁক দেখা গিয়েছে পাঠান (২০২৩) ছবিতে। খুব শীঘ্রই অ্যাটলির 'জওয়ান'-এ দেখা যাবে তাঁকে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন